মোদির সঙ্গে মেসির সাক্ষাৎ বাতিল, কারণ কী

লিওনেল মেসির ভারত সফরের শেষদিন আজ। সূচি অনুসারে, মঙ্গলবার (১৫ ডিসেম্বর) নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎকরার কথা ছিল এই আর্জেন্টাইন তারকার। কিন্তু শেষ পর্যন্ত তা বাতিল করা হয়েছে।মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। গণমাধ্যমটি জানিয়েছে, দিল্লিতে মোদির সঙ্গে ২১ মিনিটের একটা সাক্ষাৎ হওয়ার কথা ছিল মেসির। কিন্তু, রোববারই সেই সাক্ষাৎ বাতিল করে দেওয়া হয়। কারণ, নরেন্দ্র মোদী আবার ৪ দিনের সফরে ওমান, ইথিওপিয়া এবং জর্ডন যাবেন। ভারতের সঙ্গে এই তিনটে দেশের দ্বিপাক্ষিক চুক্তি হওয়ার কথা রয়েছে। সে কারণে এই বৈঠক বাতিল করে দেওয়া হয়। এদিকে সূচি অনুসারে আজ সকালে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর কথা ছিল মেসির। কিন্তু সকালজুড়ে ঘন কুয়াশার কারণে মেসির ফ্লাইটটি বাতিল করা হয়। যার ফলে নির্ধারিত সময়ে দিল্লিতে পৌঁছাতে পারেননি তিনি। মেসির বিমান ছাড়াও এদিন মোট ৬১ বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি খারাপ দৃশ্যমানতার জন্য পাঁচটি বিমান অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এমন কথাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। তবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ঘণ্টার পর ঘণ্টা

মোদির সঙ্গে মেসির সাক্ষাৎ বাতিল, কারণ কী

লিওনেল মেসির ভারত সফরের শেষদিন আজ। সূচি অনুসারে, মঙ্গলবার (১৫ ডিসেম্বর) নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎকরার কথা ছিল এই আর্জেন্টাইন তারকার। কিন্তু শেষ পর্যন্ত তা বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

গণমাধ্যমটি জানিয়েছে, দিল্লিতে মোদির সঙ্গে ২১ মিনিটের একটা সাক্ষাৎ হওয়ার কথা ছিল মেসির। কিন্তু, রোববারই সেই সাক্ষাৎ বাতিল করে দেওয়া হয়। কারণ, নরেন্দ্র মোদী আবার ৪ দিনের সফরে ওমান, ইথিওপিয়া এবং জর্ডন যাবেন। ভারতের সঙ্গে এই তিনটে দেশের দ্বিপাক্ষিক চুক্তি হওয়ার কথা রয়েছে। সে কারণে এই বৈঠক বাতিল করে দেওয়া হয়।

এদিকে সূচি অনুসারে আজ সকালে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর কথা ছিল মেসির। কিন্তু সকালজুড়ে ঘন কুয়াশার কারণে মেসির ফ্লাইটটি বাতিল করা হয়। যার ফলে নির্ধারিত সময়ে দিল্লিতে পৌঁছাতে পারেননি তিনি।

মেসির বিমান ছাড়াও এদিন মোট ৬১ বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি খারাপ দৃশ্যমানতার জন্য পাঁচটি বিমান অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এমন কথাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

তবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ঘণ্টার পর ঘণ্টা সমর্থকরা সকাল থেকেই অপেক্ষা করছিলেন। বিকেলবেলা এই স্টেডিয়ামেই আসেন মেসি। আর্জেন্টিনার এই ফুটবল তারকাকে একবার দেখার জন্য সকলেই অপেক্ষা করছিলেন। নিরাপত্তার কড়া বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা স্টেডিয়াম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow