মোবাইল বিক্রি ও নিয়ন্ত্রণ বিষয়ে সরকারের সর্বশেষ নতুন সিদ্ধান্ত
১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূলত এই সিস্টেম কার্যকর হলে শুল্ক ফাঁকি দিয়ে বা অননুমোদিতভাবে আমদানি করা মোবাইল ফোনগুলো ব্যবহারের জন্য নেটওয়ার্কে কাজ করতে পারবে না। কিন্তু এখন সিদ্ধান্তে সংশোধনী আনা হয়েছে- আগে বাজারে মজুদ ও পাইপলাইনে থাকা আনঅফিশিয়াল বা অননুমোদিত মোবাইল ফোনগুলো বিক্রি করা যাবে ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত। NEIR কার্যকর হওয়ার তারিখ অপরিবর্তিতসরকার বলেছে, NEIR সিস্টেমটি ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে চালু হবে। এর পর থেকে নতুনভাবে অননুমোদিত মোবাইল বিক্রি বা নেটওয়ার্কে ব্যবহার সম্ভব হবে না, তবে আগে থেকে স্টক থাকা ফোনগুলোকে তালিকাভুক্ত/রেজিস্টার করলে ১৫ মার্চ পর্যন্ত বিক্রি করা যাবে। ব্যবসায়ীদের প্রতিবাদ ও পরিস্থিতিএই সিদ্ধান্তের কারণে রাজধানীর কাওরান বাজার, কুরিলসহ বিভিন্ন এলাকায় গ্রে-মার্কেট মোবাইল ব্যবসায়ীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন, যদিও পরে বিক্রি সময় বাড়ানোর ঘোষণার পর কিছু প্রতিবাদ কমেছে। বিক্রির নিয়ম ও রেজিস্ট্রেশন বাধ্যতামূলকএই সময়ের মধ্যে বিক্রেতারা স্টকে থাকা সব মোবাইল ফোনকে NEIR-এ তালিকাভুক্ত করা বাধ্য
১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূলত এই সিস্টেম কার্যকর হলে শুল্ক ফাঁকি দিয়ে বা অননুমোদিতভাবে আমদানি করা মোবাইল ফোনগুলো ব্যবহারের জন্য নেটওয়ার্কে কাজ করতে পারবে না। কিন্তু এখন সিদ্ধান্তে সংশোধনী আনা হয়েছে- আগে বাজারে মজুদ ও পাইপলাইনে থাকা আনঅফিশিয়াল বা অননুমোদিত মোবাইল ফোনগুলো বিক্রি করা যাবে ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত।
NEIR কার্যকর হওয়ার তারিখ অপরিবর্তিত
সরকার বলেছে, NEIR সিস্টেমটি ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে চালু হবে। এর পর থেকে নতুনভাবে অননুমোদিত মোবাইল বিক্রি বা নেটওয়ার্কে ব্যবহার সম্ভব হবে না, তবে আগে থেকে স্টক থাকা ফোনগুলোকে তালিকাভুক্ত/রেজিস্টার করলে ১৫ মার্চ পর্যন্ত বিক্রি করা যাবে।
ব্যবসায়ীদের প্রতিবাদ ও পরিস্থিতি
এই সিদ্ধান্তের কারণে রাজধানীর কাওরান বাজার, কুরিলসহ বিভিন্ন এলাকায় গ্রে-মার্কেট মোবাইল ব্যবসায়ীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন, যদিও পরে বিক্রি সময় বাড়ানোর ঘোষণার পর কিছু প্রতিবাদ কমেছে।
বিক্রির নিয়ম ও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক
এই সময়ের মধ্যে বিক্রেতারা স্টকে থাকা সব মোবাইল ফোনকে NEIR-এ তালিকাভুক্ত করা বাধ্যতামূলক হবে। তালিকাভুক্ত না হলে মার্চের পর ফোনগুলো বিক্রি বা নেটওয়ার্কে ব্যবহার কাজ করবে না।
What's Your Reaction?