মোস্তাফিজ ইস্যুতে চুপ থাকার ব্যাখ্যা দিলো কোয়াব

আইপিএল নিলামে দল পাওয়া সত্ত্বেও খেলার সুযোগ পাননি বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। ভারতের কট্টরবাদী হিন্দু গোষ্ঠীর প্রতিবাদের মুখে তাকে আইপিএল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও, সংগঠনটি মোস্তাফিজের পাশে ছিল বলে জানিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। শুক্রবার (৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে মিঠুন জানান, ঘটনার পর কোয়াবের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমানের সঙ্গে বৈঠক করা হয়েছে। পাশাপাশি মোস্তাফিজের বিষয়টি নিয়ে ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বৈশ্বিক সংগঠন ক্রিকেটার্স ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)-এর সঙ্গেও আলোচনা করেছে কোয়াব। মিঠুন বলেন, ডব্লিউসিএ এ বিষয়ে মোস্তাফিজকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। তবে আপাতত ওই প্রক্রিয়ায় যেতে আগ্রহী নন মোস্তাফিজ নিজেই। মিঠুনের ভাষ্য অনুযায়ী, মোস্তাফিজ বলেছেন, “এই মুহূর্তে আমার প্রয়োজন নেই, পরে দরকার হলে জানাব।” সংবাদ সম্মেলনে মিঠুনের সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মির

মোস্তাফিজ ইস্যুতে চুপ থাকার ব্যাখ্যা দিলো কোয়াব

আইপিএল নিলামে দল পাওয়া সত্ত্বেও খেলার সুযোগ পাননি বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। ভারতের কট্টরবাদী হিন্দু গোষ্ঠীর প্রতিবাদের মুখে তাকে আইপিএল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও, সংগঠনটি মোস্তাফিজের পাশে ছিল বলে জানিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।

শুক্রবার (৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে মিঠুন জানান, ঘটনার পর কোয়াবের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমানের সঙ্গে বৈঠক করা হয়েছে। পাশাপাশি মোস্তাফিজের বিষয়টি নিয়ে ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বৈশ্বিক সংগঠন ক্রিকেটার্স ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)-এর সঙ্গেও আলোচনা করেছে কোয়াব।

মিঠুন বলেন, ডব্লিউসিএ এ বিষয়ে মোস্তাফিজকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। তবে আপাতত ওই প্রক্রিয়ায় যেতে আগ্রহী নন মোস্তাফিজ নিজেই। মিঠুনের ভাষ্য অনুযায়ী, মোস্তাফিজ বলেছেন, “এই মুহূর্তে আমার প্রয়োজন নেই, পরে দরকার হলে জানাব।”

সংবাদ সম্মেলনে মিঠুনের সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও ব্যাটার পারভেজ হোসেন ইমন। এছাড়া ঢাকা ক্যাপিটালসের সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী ও সাইফউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে ছিলেন তাইজুল ইসলাম ও মুমিনুল হক।
 
এসময় তামিম ইকবালকে করা বোর্ড পরিচালকের মন্তব্যের প্রতি নিন্দা জানান মিঠুনরা। তারা দাবি জানান, খেলোয়াড়দের যেমন কথাবার্তা বলার ক্ষেত্রে নিয়মকানুন মানতে জয় সেরকম কোড অব কন্ডাক্ট বোর্ড পরিচালকদের ক্ষেত্রেও থাকা উচিত।
 
মোস্তাফিজ ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে কোয়াবের সভাপতি মিঠুন খেলার মধ্যে রাজনীতিকে না ঢোকানোর অনুরোধ করেছেন। একই অনুরোধ করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। ক্রিকেটকে ক্রিকেটের জায়গায় রাখার অনুরোধ রেখেছেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow