যাত্রীদের সুসংবাদ দিল মেট্রোরেল কর্তৃপক্ষ

রাজধানীতে মেট্রোরেলের যাত্রীদের জন্য চলমান ভ্যাট অব্যাহতি আরও ছয় মাস বাড়াতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ সুবিধার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও তা আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। এ বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, ‘এখন তো আর এনবিআর অব্যাহতি দিতে পারে না। এটা সরকারের সিদ্ধান্ত। তারাই আদেশ জারি করে দেবে। ইতোমধ্যে আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়েছে। এখন মন্ত্রিপরিষদে রয়েছে।’ ঢাকা মেট্রোরেল ২০২২ সালের ডিসেম্বরের শেষ দিকে বাণিজ্যিক যাত্রা শুরু করে। তারপর থেকেই দ্রুত, নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াতের কারণে এটি রাজধানীবাসীর কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের শুরুর দিন থেকে মেট্রোরেলের টিকিটে ভ্যাট বসায় এনবিআর। তবে এ ভ্যাট আদায় নিয়ে শুরু থেকেই জটিলতা দেখা দেয়। পরে চলতি বছরের শুরুতে এক আদেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। ফলে যাত্রীরা টিকিটের ওপর ভ্যাট ছাড়া মেট্রোরেলে ভ্রমণ উপভোগ করছেন, যা শেষ হলে যাত্রী ব্যয় কিছুটা বেড়ে যা

যাত্রীদের সুসংবাদ দিল মেট্রোরেল কর্তৃপক্ষ
রাজধানীতে মেট্রোরেলের যাত্রীদের জন্য চলমান ভ্যাট অব্যাহতি আরও ছয় মাস বাড়াতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ সুবিধার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও তা আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। এ বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, ‘এখন তো আর এনবিআর অব্যাহতি দিতে পারে না। এটা সরকারের সিদ্ধান্ত। তারাই আদেশ জারি করে দেবে। ইতোমধ্যে আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়েছে। এখন মন্ত্রিপরিষদে রয়েছে।’ ঢাকা মেট্রোরেল ২০২২ সালের ডিসেম্বরের শেষ দিকে বাণিজ্যিক যাত্রা শুরু করে। তারপর থেকেই দ্রুত, নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াতের কারণে এটি রাজধানীবাসীর কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের শুরুর দিন থেকে মেট্রোরেলের টিকিটে ভ্যাট বসায় এনবিআর। তবে এ ভ্যাট আদায় নিয়ে শুরু থেকেই জটিলতা দেখা দেয়। পরে চলতি বছরের শুরুতে এক আদেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। ফলে যাত্রীরা টিকিটের ওপর ভ্যাট ছাড়া মেট্রোরেলে ভ্রমণ উপভোগ করছেন, যা শেষ হলে যাত্রী ব্যয় কিছুটা বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow