যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো আরও ৩৯ জনকে

যুক্তরাষ্ট্র থেকে আরও ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে ফেরত আসা ব্যক্তিদের ব্র্যাকের পক্ষ থেকে পরিবহনসহ প্রাথমিক জরুরি সহায়তা প্রদান করা হয়। এর আগে চলতি বছরের ৮ জুন একটি চার্টার্ড ফ্লাইটে ৪২ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। একইভাবে ৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত একাধিক ফ্লাইটে অন্তত ৩৪ জনকে ফেরত পাঠানো হয়। ২০২৪ সালের শুরু থেকে এ বছরের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা ২২০–এর বেশি। বিমানবন্দর সূত্র জানায়, এ বছরের বিভিন্ন সময়ে যে বাংলাদেশিদের ফেরত আনা হয়েছিল তাদের হাতকড়া ও পায়ে শেকল পরানো ছিল। তবে শুক্রবার ফেরত আসা ৩৯ জনের ক্ষেত্রে এমন ব্যবস্থা নেওয়া হয়নি। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ২৬ জনই নোয়াখালীর। এছাড়া কুমিল্লা, সিলেট, ফেনী ও লক্ষ্মীপুরের দু’জন করে এবং চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদীর একজন করে রয়েছেন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জানায়, এই ৩৯ জনের মধ্যে অন্তত ৩৪ জন বিএমইটির ছাড়পত্র নিয়ে

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো আরও ৩৯ জনকে

যুক্তরাষ্ট্র থেকে আরও ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে ফেরত আসা ব্যক্তিদের ব্র্যাকের পক্ষ থেকে পরিবহনসহ প্রাথমিক জরুরি সহায়তা প্রদান করা হয়।

এর আগে চলতি বছরের ৮ জুন একটি চার্টার্ড ফ্লাইটে ৪২ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। একইভাবে ৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত একাধিক ফ্লাইটে অন্তত ৩৪ জনকে ফেরত পাঠানো হয়। ২০২৪ সালের শুরু থেকে এ বছরের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা ২২০–এর বেশি।

বিমানবন্দর সূত্র জানায়, এ বছরের বিভিন্ন সময়ে যে বাংলাদেশিদের ফেরত আনা হয়েছিল তাদের হাতকড়া ও পায়ে শেকল পরানো ছিল। তবে শুক্রবার ফেরত আসা ৩৯ জনের ক্ষেত্রে এমন ব্যবস্থা নেওয়া হয়নি।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ২৬ জনই নোয়াখালীর। এছাড়া কুমিল্লা, সিলেট, ফেনী ও লক্ষ্মীপুরের দু’জন করে এবং চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদীর একজন করে রয়েছেন।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জানায়, এই ৩৯ জনের মধ্যে অন্তত ৩৪ জন বিএমইটির ছাড়পত্র নিয়ে ব্রাজিল গিয়েছিলেন। সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। বাকি পাঁচজনের মধ্যে দুইজন সরাসরি যুক্তরাষ্ট্রে যান এবং তিনজন দক্ষিণ আফ্রিকা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।

পরবর্তীতে তারা যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য আবেদন করলে আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow