যুবসমাজকে বেকার ভাতা নয়, মর্যাদার কাজ দিতে চাই: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুবসমাজের হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদের অপমানিত করতে চান না তিনি। বরং প্রতিটি তরুণ-তরুণীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চান। তিনি বলেন, যুবকদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হলে একদিন তারা নিজের বুকের দিকে ইশারা করে বলবে- আমিই বাংলাদেশ, এ দেশ আমার, এ দেশ আমি গড়ব। শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী শহরের পাইলট স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, এ দেশ তাকে যা দেবে তা তিনি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করবেন, তবে তিনি তার সবকিছু উজাড় করে এই দেশকে দিতে প্রস্তুত। নারীদের অধিকার ও ভূমিকা নিয়ে প্রচলিত সমালোচনার জবাবে জামায়াত আমির বলেন, জামায়াত ক্ষমতায় এলে মা-বোনদের বাইরে বের হতে দেওয়া হবে না—এমন ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, তাদেরও স্ত্রী, সন্তান ও বোন রয়েছে এবং তারাও দেশের সেবায় অংশ নেন। দেশের সকল মা-বোনকে দেশের সেবায় নিয়োজিত হতে সহায়তা ও সমর্থন দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। ফেনীবাসীর উদ্দেশে বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ১৮ কোটি মানুষের দেশ বাংলাদেশে কোনো জেলা সরকারি মেডিকেল কলেজ থ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুবসমাজের হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদের অপমানিত করতে চান না তিনি। বরং প্রতিটি তরুণ-তরুণীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চান। তিনি বলেন, যুবকদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হলে একদিন তারা নিজের বুকের দিকে ইশারা করে বলবে- আমিই বাংলাদেশ, এ দেশ আমার, এ দেশ আমি গড়ব।
শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী শহরের পাইলট স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, এ দেশ তাকে যা দেবে তা তিনি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করবেন, তবে তিনি তার সবকিছু উজাড় করে এই দেশকে দিতে প্রস্তুত।
নারীদের অধিকার ও ভূমিকা নিয়ে প্রচলিত সমালোচনার জবাবে জামায়াত আমির বলেন, জামায়াত ক্ষমতায় এলে মা-বোনদের বাইরে বের হতে দেওয়া হবে না—এমন ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, তাদেরও স্ত্রী, সন্তান ও বোন রয়েছে এবং তারাও দেশের সেবায় অংশ নেন। দেশের সকল মা-বোনকে দেশের সেবায় নিয়োজিত হতে সহায়তা ও সমর্থন দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
ফেনীবাসীর উদ্দেশে বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ১৮ কোটি মানুষের দেশ বাংলাদেশে কোনো জেলা সরকারি মেডিকেল কলেজ থেকে বঞ্চিত থাকবে না। আল্লাহ যদি দেশবাসীর সেবা করার সুযোগ দেন, তাহলে ফেনী তার পাওনা পেয়ে গর্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ফেনীর সীমান্তবর্তী বাঁধ ইস্যুতে তিনি বলেন, যে বাঁধটি নিয়ে ফেনীবাসীর দুঃখ ও উদ্বেগ রয়েছে, সেটির নির্মাণ এখনো সম্পন্ন হয়নি। এ বিষয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করে সমাধান খুঁজে বের করা হবে। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তার দায়িত্ব এবং এ দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
ফেনীতে মানসম্মত স্টেডিয়ামের অভাবের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, বাংলাদেশের অর্থনীতিতে ফেনীর বিশেষ অবদান রয়েছে এবং এ জেলার বিপুলসংখ্যক মানুষ প্রবাসে অবস্থান করছেন। তাদের অবদানের স্বীকৃতি হিসেবে ফেনী স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে নির্মাণ করা হবে বলে তিনি ঘোষণা দেন।
এ সময় তিনি বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া অঙ্গীকারাবদ্ধ ছিলেন এবং আধিপত্যবাদকে প্রশ্রয় দেননি। এ জন্য তিনি তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
ডা. শফিকুর রহমান বলেন, আধিপত্যবাদ, দুর্নীতি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য এবং মা-বোনদের ওপর নিপীড়নের বিরুদ্ধে সবাইকে একদম মিলেমিশে ঐক্যবদ্ধ হতে হবে। যুব সমাজের প্রত্যাশার বাংলাদেশ গড়তে যারা অঙ্গীকারাবদ্ধ, তাদের হাতেই ৩০০ আসনের প্রতীক তুলে দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, প্রথম ভোট হবে আজাদির পক্ষে, দ্বিতীয় ভোট হবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের হেফাজত কায়েমের পক্ষে। যারা দেশকে ভালোবাসে, তারা প্রথম ভোট ‘হ্যাঁ’তেই দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
What's Your Reaction?