যে কারণে আইপিএল নিলামে নিষিদ্ধ হ্যারি ব্রুক

আইপিএল ২০২৬ নিলামে থাকছেন না ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুক। শুধু আসন্ন মৌসুম নয়, ২০২৮ সালের আগে কোনো আইপিএল নিলামেই অংশ নিতে পারবেন না তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রবর্তিত নতুন এক নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হয়েছেন এই ইংলিশ ব্যাটার। ২০২৩ মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় ব্রুকের। তবে এরপর টানা দুই মৌসুমে নিলামে দল পেলেও শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেওয়ায় বিপাকে পড়তে হয়েছে তাকে। আইপিএল ২০২৪ মৌসুমের আগে দিল্লি ক্যাপিটালস তাকে কিনেছিল ৪ কোটি রুপিতে। তবে প্রতিযোগিতা শুরুর আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়ান ব্রুক। এক বছর পর একই ঘটনা ঘটে আবারও। সর্বশেষ মেগা নিলামে ৬ কোটি ২৫ লাখ রুপিতে দল পেলেও ফের নিজেকে অনুপলব্ধ ঘোষণা করেন তিনি। এই ধারাবাহিক সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিল একাধিক ফ্র্যাঞ্চাইজি। এরই পরিপ্রেক্ষিতে বিসিসিআই নতুন একটি কঠোর নিয়ম কার্যকর করে। নতুন বিধি অনুযায়ী, নিলামে নাম নিবন্ধন করে দল পাওয়ার পর যদি কোনো খেলোয়াড় মৌসুম শুরুর আগে নিজেকে অনুপলব্ধ ঘোষণা করেন, তবে তিনি পরবর্তী দুই মৌসুম আইপিএল ও নিলাম—দুটো থেকেই নিষিদ্ধ থাকবেন। এই

যে কারণে আইপিএল নিলামে নিষিদ্ধ হ্যারি ব্রুক
আইপিএল ২০২৬ নিলামে থাকছেন না ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুক। শুধু আসন্ন মৌসুম নয়, ২০২৮ সালের আগে কোনো আইপিএল নিলামেই অংশ নিতে পারবেন না তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রবর্তিত নতুন এক নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হয়েছেন এই ইংলিশ ব্যাটার। ২০২৩ মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় ব্রুকের। তবে এরপর টানা দুই মৌসুমে নিলামে দল পেলেও শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেওয়ায় বিপাকে পড়তে হয়েছে তাকে। আইপিএল ২০২৪ মৌসুমের আগে দিল্লি ক্যাপিটালস তাকে কিনেছিল ৪ কোটি রুপিতে। তবে প্রতিযোগিতা শুরুর আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়ান ব্রুক। এক বছর পর একই ঘটনা ঘটে আবারও। সর্বশেষ মেগা নিলামে ৬ কোটি ২৫ লাখ রুপিতে দল পেলেও ফের নিজেকে অনুপলব্ধ ঘোষণা করেন তিনি। এই ধারাবাহিক সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিল একাধিক ফ্র্যাঞ্চাইজি। এরই পরিপ্রেক্ষিতে বিসিসিআই নতুন একটি কঠোর নিয়ম কার্যকর করে। নতুন বিধি অনুযায়ী, নিলামে নাম নিবন্ধন করে দল পাওয়ার পর যদি কোনো খেলোয়াড় মৌসুম শুরুর আগে নিজেকে অনুপলব্ধ ঘোষণা করেন, তবে তিনি পরবর্তী দুই মৌসুম আইপিএল ও নিলাম—দুটো থেকেই নিষিদ্ধ থাকবেন। এই নিয়মের আওতায় পড়ে হ্যারি ব্রুকই হলেন প্রথম বিদেশি ক্রিকেটার, যাকে আইপিএল কর্তৃপক্ষ শাস্তি দিল। ফলে তিনি আবার নিলামে ফিরতে পারবেন ২০২৮ সালের মেগা নিলামে। আইপিএল ২০২৬–এর মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর। এবারের নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৫০ জন ক্রিকেটার, যা বাছাই করা হয়েছে প্রায় ১,৩৯০ জন নিবন্ধিত খেলোয়াড়ের মধ্য থেকে। এই তালিকায় ভারতীয় খেলোয়াড়: ২৪০ জন বিদেশি খেলোয়াড়: ১১০ জন আনক্যাপড ভারতীয়: ২২৪ জন আনক্যাপড বিদেশি: ১৪ জন এবার ফাঁকা রয়েছে মোট ৭৭টি জায়গা, যার মধ্যে বিদেশি খেলোয়াড়ের জন্য ৩১টি স্লট। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো ধরে রেখেছে ১৭৩ জন খেলোয়াড়, যার মধ্যে ৪৯ জন বিদেশি। সব মিলিয়ে দলগুলোর অবশিষ্ট বাজেট ২৩৭ কোটি ৫৫ লাখ রুপি। সবচেয়ে বড় পার্স নিয়ে নিলামে নামছে কলকাতা নাইট রাইডার্স—৬৪ কোটি ৩০ লাখ রুপি। দ্বিতীয় অবস্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস (৪৩ কোটি ৪০ লাখ রুপি)। ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ঘিরে বড় লড়াই হতে পারে এই দুই দলের মধ্যে। সব মিলিয়ে, আইপিএল নিলামের উত্তাপ বাড়ার মধ্যেই হ্যারি ব্রুকের নিষেধাজ্ঞা বড় আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেট বিশ্বে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow