যে কারণে বিয়ের অনুষ্ঠানে নাচেন না রণবীর কাপুর
ভারতের উদয়পুরে অনুষ্ঠিত শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার জাঁকজমকপূর্ণ বিয়ের আসর ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। নাচ, গান ও আনন্দঘন মুহূর্তের ছবি-ভিডিওতে দেখা গেছে বলিউড তারকাদের উপস্থিতি, যেন বসেছিল তারার মেলা। রণবীর সিং, জাহ্নবী কাপুরসহ অনেকে বিয়ের আসরে নেচে মাতিয়েছেন। তবে এত বিশাল আয়োজনেও দেখা যায়নি রণবীর কাপুরকে। ভিডিও ও ছবি ভাইরাল হতেই ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে—অন্যান্য তারকারা উপস্থিত, রণবীর নেই কেন? এ আলোচনার মধ্যে সামনে এসেছে রণবীর কাপুরের ২০১১ সালের সাক্ষাৎকার। সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন, টাকার বিনিময়ে তিনি কখনো বিয়েতে নাচবেন না। তিনি বলেন, ‘টাকার জন্য আমি কোনো বিয়েবাড়িতে নাচব না। এর অন্যতম কারণ আমার পারিবারিক মর্যাদা। আমি চাই না আমার পরিবারের কেউ অর্থের বিনিময়ে এমনটি করুক। এটি আমার ব্যক্তিগত পছন্দ। আমি আমার স্টারডম হারাতে চাই না, আবার কাউকে ভাবতেও দিতে চাই না, আমি ধরাছোঁয়ার বাইরে কোনো তারকা।’ খবর : ইন্ডিয়া টুডে সাক্ষাৎকারে রণবীর আরও বলেন, ‘আমি যে পরিবারে বড় হয়েছি এবং যে মূল্যবোধে বড় হয়েছি, তা আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। যারা বিয়েতে পারফর্ম
ভারতের উদয়পুরে অনুষ্ঠিত শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার জাঁকজমকপূর্ণ বিয়ের আসর ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। নাচ, গান ও আনন্দঘন মুহূর্তের ছবি-ভিডিওতে দেখা গেছে বলিউড তারকাদের উপস্থিতি, যেন বসেছিল তারার মেলা। রণবীর সিং, জাহ্নবী কাপুরসহ অনেকে বিয়ের আসরে নেচে মাতিয়েছেন।
তবে এত বিশাল আয়োজনেও দেখা যায়নি রণবীর কাপুরকে। ভিডিও ও ছবি ভাইরাল হতেই ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে—অন্যান্য তারকারা উপস্থিত, রণবীর নেই কেন?
এ আলোচনার মধ্যে সামনে এসেছে রণবীর কাপুরের ২০১১ সালের সাক্ষাৎকার। সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন, টাকার বিনিময়ে তিনি কখনো বিয়েতে নাচবেন না। তিনি বলেন, ‘টাকার জন্য আমি কোনো বিয়েবাড়িতে নাচব না। এর অন্যতম কারণ আমার পারিবারিক মর্যাদা। আমি চাই না আমার পরিবারের কেউ অর্থের বিনিময়ে এমনটি করুক। এটি আমার ব্যক্তিগত পছন্দ। আমি আমার স্টারডম হারাতে চাই না, আবার কাউকে ভাবতেও দিতে চাই না, আমি ধরাছোঁয়ার বাইরে কোনো তারকা।’ খবর : ইন্ডিয়া টুডে
সাক্ষাৎকারে রণবীর আরও বলেন, ‘আমি যে পরিবারে বড় হয়েছি এবং যে মূল্যবোধে বড় হয়েছি, তা আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। যারা বিয়েতে পারফর্ম করেন, তাদের প্রতি আমার কোনো বিরূপ মনোভাব নেই।’
এসময় রণবীর কাপুর ব্যাখ্যা করেন, টাকা উপার্জন তার একমাত্র লক্ষ্য নয়। তিনি জানান, কোটি কোটি টাকা আয়ের চাইতে একজন ভালো অভিনেতা হিসেবে পরিচিত হতে চান তিনি।
What's Your Reaction?