যে কারণে স্থগিত হলো ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতা বিষয়ে ঘোষিত সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ গণমাধ্যমে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) আজ বিকেল সাড়ে ৪টায় ১১ দলীয় জোটের আসন সমঝোতা সংক্রান্ত সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছিল। এতে জাতীয় রাজনীতিতে ইসলামপন্থি দলগুলোর নির্বাচনী বোঝাপড়ার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে— এমন প্রত্যাশা তৈরি হয়েছিল। সংবাদ সম্মেলন স্থগিতের কারণ জানতে জোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় এক সিনিয়র দায়িত্বশীল নেতার সঙ্গে যোগাযোগ করে কালবেলা। এ সময় খেলাফতনেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) দাবি করেন, মূলত জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে সৃষ্ট জটিলতার কারণে এ সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা জামায়তকে বলেছি, শরিক সবার সঙ্গে আলোচনা করে জটিলতা নিরসনের মাধ্যমে যেন সংবাদ সম্মেলন করা হয়। আশা করি এই জটি

যে কারণে স্থগিত হলো ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতা বিষয়ে ঘোষিত সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ গণমাধ্যমে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) আজ বিকেল সাড়ে ৪টায় ১১ দলীয় জোটের আসন সমঝোতা সংক্রান্ত সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছিল। এতে জাতীয় রাজনীতিতে ইসলামপন্থি দলগুলোর নির্বাচনী বোঝাপড়ার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে— এমন প্রত্যাশা তৈরি হয়েছিল।

সংবাদ সম্মেলন স্থগিতের কারণ জানতে জোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় এক সিনিয়র দায়িত্বশীল নেতার সঙ্গে যোগাযোগ করে কালবেলা। এ সময় খেলাফতনেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) দাবি করেন, মূলত জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে সৃষ্ট জটিলতার কারণে এ সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা জামায়তকে বলেছি, শরিক সবার সঙ্গে আলোচনা করে জটিলতা নিরসনের মাধ্যমে যেন সংবাদ সম্মেলন করা হয়। আশা করি এই জটিলতা দূর হবে। আমরা চেষ্টায় আছি।’

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়াও ১১ দলীয় জোটে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), এবি পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow