যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক আটক

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গাজী জাহিদ হাসান (৩৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। এ সময় সেখান থেকে অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। রোববার (২৮) ডিসেম্বর ভোর ৪টার দিকে জীবননগর মডেল মসজিদের পাশে গাজী জাহিদ হাসানের মালিকানাধীন সাইকেলের শোরুম থেকে তাকে আটক করা হয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের (৩৬ এডি) নেতৃত্বে এ অভিযান চালানো হয়।  আটক গাজী জাহিদ হাসান পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মো. নুরুল ইসলামের ছেলে। উদ্ধার করা মালপত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি স্মার্টফোন, ১১টি সিমকার্ড এবং একটি ব্যাটন।  যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম অবৈধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি নিয়ে জীবননগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটকের বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস কালবেলাকে বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক আটক

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গাজী জাহিদ হাসান (৩৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। এ সময় সেখান থেকে অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

রোববার (২৮) ডিসেম্বর ভোর ৪টার দিকে জীবননগর মডেল মসজিদের পাশে গাজী জাহিদ হাসানের মালিকানাধীন সাইকেলের শোরুম থেকে তাকে আটক করা হয়।

সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের (৩৬ এডি) নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

আটক গাজী জাহিদ হাসান পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মো. নুরুল ইসলামের ছেলে।

উদ্ধার করা মালপত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি স্মার্টফোন, ১১টি সিমকার্ড এবং একটি ব্যাটন। 

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম অবৈধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি নিয়ে জীবননগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস কালবেলাকে বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow