রংপুরের হ্যাটট্রিক হার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দাপট দেখাল সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে টানা ভালো ছন্দ ধরে রাখল তারা। পারভেজ হোসেন ইমনের অপরাজিত ফিফটিতে সহজ জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে গেছে সিলেট। আগে ব্যাট করতে নেমে রংপুরের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে। শুরু থেকেই ধস নামে তাদের ব্যাটিংয়ে। কাইল মায়ার্স শূন্য রানে ফেরেন নাসুম আহমেদ-এর বলে। পরের ওভারেই শহিদুল ইসলাম এলবিডব্লিউ করেন তাওহীদ হৃদয়কে। পাওয়ারপ্লেতেই ১২ বলে ২২ রান করা লিটন দাস বোল্ড হয়ে গেলে মাত্র ২৭ রানে তিন উইকেট হারায় রংপুর। এরপর কিছুটা প্রতিরোধ গড়েন ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ। তবে ইফতিখার ২০ বলে ১৭ রান করে মঈন আলী-র বলে ফিরলে আবার চাপে পড়ে দল। ২৪ বলে ৩০ করা খুশদিল রান আউট হলে ৭৬ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় রংপুর। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদ ২৩ বলে ২৯ রান করে লড়াইয়ের পুঁজি এনে দেন, তাতেই ১১৪ পর্যন্ত পৌঁছায় ইনিংস। সহজ লক্ষ্য তাড়ায় সিলেট শুরু থেকেই নিয়ন্ত্রণে রাখে ম্যাচ। ৬.৪ ওভারে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৫৪। ২২ বলে ৩৩ রান করে তৌফিক ফিরলেও জয়ের পথে বড় বাধা আসেনি। আরিফ

রংপুরের হ্যাটট্রিক হার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দাপট দেখাল সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে টানা ভালো ছন্দ ধরে রাখল তারা। পারভেজ হোসেন ইমনের অপরাজিত ফিফটিতে সহজ জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে গেছে সিলেট।

আগে ব্যাট করতে নেমে রংপুরের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে। শুরু থেকেই ধস নামে তাদের ব্যাটিংয়ে। কাইল মায়ার্স শূন্য রানে ফেরেন নাসুম আহমেদ-এর বলে। পরের ওভারেই শহিদুল ইসলাম এলবিডব্লিউ করেন তাওহীদ হৃদয়কে। পাওয়ারপ্লেতেই ১২ বলে ২২ রান করা লিটন দাস বোল্ড হয়ে গেলে মাত্র ২৭ রানে তিন উইকেট হারায় রংপুর।

এরপর কিছুটা প্রতিরোধ গড়েন ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ। তবে ইফতিখার ২০ বলে ১৭ রান করে মঈন আলী-র বলে ফিরলে আবার চাপে পড়ে দল। ২৪ বলে ৩০ করা খুশদিল রান আউট হলে ৭৬ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় রংপুর। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদ ২৩ বলে ২৯ রান করে লড়াইয়ের পুঁজি এনে দেন, তাতেই ১১৪ পর্যন্ত পৌঁছায় ইনিংস।

সহজ লক্ষ্য তাড়ায় সিলেট শুরু থেকেই নিয়ন্ত্রণে রাখে ম্যাচ। ৬.৪ ওভারে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৫৪। ২২ বলে ৩৩ রান করে তৌফিক ফিরলেও জয়ের পথে বড় বাধা আসেনি। আরিফুল ২৬ বলে ২১ করে আউট হন, পরে আফিফ হোসেন ১৫ বলে ১২ রান করে বিদায় নেন নাহিদ রানা-র বলে। একই ওভারে ইথান ব্রুকসকেও বোল্ড করেন নাহিদ।

শেষদিকে ম্যাচটি নির্বিঘ্নে শেষ করেন ইমন। ৪১ বলে ৫২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

এই জয়ে ৯ ম্যাচে ৫ জয়ে সিলেটের পয়েন্ট দাঁড়াল ১০—প্লে-অফের খুব কাছাকাছি তারা। অন্যদিকে ৮ ম্যাচে ৪ জয়ে চতুর্থ স্থানে থাকা রংপুরের এটি টানা তৃতীয় হার, যা তাদের জন্য সতর্ক সংকেত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow