রহস্যময় বেলুনে লিথুনিয়ার বিমানবন্দর বন্ধ

আকাশে রহস্যময় বেলুন দেখা যাওয়ায় রোববার (২৩ নভেম্বর) সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় লিথুনিয়ার ভিলনিয়াস বিমানবন্দর। এতে কয়েকটি ফ্লাইট অন্য শহরে পাঠানো হয়। পরে রাত সাড়ে ১২টায় উড়োজাহাজ চলাচলের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। লিথুনিয়া সরকার বলছে, এসব বেলুন দিয়ে অবৈধ সিগারেট পাচার করা হচ্ছে। এ ঘটনার জন্য তারা বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে দায়ী করছে এবং এটিকে হাইব্রিড হামলা মনে করছে। অন্যদিকে লুকাশেঙ্কো এসব অভিযোগ পাগলামি বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে পশ্চিমা দেশগুলোর ওপর বেলারুশ ও রাশিয়ার বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধের অভিযোগ তুলেছেন। সম্প্রতি ইউরোপে এ ধরনের ড্রোন ও বেলুন অনুপ্রবেশের কারণে কোপেনহেগেন ও ব্রাসেলসসহ বিভিন্ন বড় বিমানবন্দরের ফ্লাইট বিঘ্নিত হয়েছে। এই পরিস্থিতি লিথুনিয়ার সীমান্ত ও বিমানবন্দরের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।  

রহস্যময় বেলুনে লিথুনিয়ার বিমানবন্দর বন্ধ

আকাশে রহস্যময় বেলুন দেখা যাওয়ায় রোববার (২৩ নভেম্বর) সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় লিথুনিয়ার ভিলনিয়াস বিমানবন্দর। এতে কয়েকটি ফ্লাইট অন্য শহরে পাঠানো হয়। পরে রাত সাড়ে ১২টায় উড়োজাহাজ চলাচলের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

লিথুনিয়া সরকার বলছে, এসব বেলুন দিয়ে অবৈধ সিগারেট পাচার করা হচ্ছে। এ ঘটনার জন্য তারা বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে দায়ী করছে এবং এটিকে হাইব্রিড হামলা মনে করছে।

অন্যদিকে লুকাশেঙ্কো এসব অভিযোগ পাগলামি বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে পশ্চিমা দেশগুলোর ওপর বেলারুশ ও রাশিয়ার বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধের অভিযোগ তুলেছেন।

সম্প্রতি ইউরোপে এ ধরনের ড্রোন ও বেলুন অনুপ্রবেশের কারণে কোপেনহেগেন ও ব্রাসেলসসহ বিভিন্ন বড় বিমানবন্দরের ফ্লাইট বিঘ্নিত হয়েছে।

এই পরিস্থিতি লিথুনিয়ার সীমান্ত ও বিমানবন্দরের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow