রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। তবে জনভোগান্তির কথা চিন্তা করে ৬ ঘণ্টা পর রাত ৮টা ১০ মিনিটে অবরোধ প্রত্যাহার করেছেন তারা। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সোমবার (২৩ নভেম্বর) বেলা ২টা থেকে রাত ৮টা ১০ মিনিট পর্যন্ত ৬ ঘণ্টা বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে ৬ ঘণ্টা ধরে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে।  অবরোধ প্রত্যাহার করে ফলিত রসায়ন ও রয়াসন বিভাগের শিক্ষার্থী মাহবুব আলম বলেন, আমরা রাত ৮টা ১০ মিনিটের দিকে রেল অবরোধ প্রত্যাহার করে নিয়েছি। কারণ জনভোগান্তি চরম পর্যায়ে চলে গেছিল। আমরা চাই না আমাদের জন্য আমাদের জন্য আমাদের মা-বোনরা কষ্ট পাক। এ জায়গা থেকে আমরা রেল অবরোধ প্রত্যাহার করেছি এবং তাদের যে ভোগান্তি হয়েছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আপাতত আর রেল অবরোধ করার কোনো কর্মসূচি নেই আমাদের। রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার জিয়াউল হাসান বলেন, রাত ৮টার পরে আমরা রেললাইন ক্লিয়ার পাই। রাত সাড়ে ৮টায় খুলনাগামী কপোতাক্ষ এক

রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। তবে জনভোগান্তির কথা চিন্তা করে ৬ ঘণ্টা পর রাত ৮টা ১০ মিনিটে অবরোধ প্রত্যাহার করেছেন তারা। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ২টা থেকে রাত ৮টা ১০ মিনিট পর্যন্ত ৬ ঘণ্টা বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে ৬ ঘণ্টা ধরে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। 

অবরোধ প্রত্যাহার করে ফলিত রসায়ন ও রয়াসন বিভাগের শিক্ষার্থী মাহবুব আলম বলেন, আমরা রাত ৮টা ১০ মিনিটের দিকে রেল অবরোধ প্রত্যাহার করে নিয়েছি। কারণ জনভোগান্তি চরম পর্যায়ে চলে গেছিল। আমরা চাই না আমাদের জন্য আমাদের জন্য আমাদের মা-বোনরা কষ্ট পাক। এ জায়গা থেকে আমরা রেল অবরোধ প্রত্যাহার করেছি এবং তাদের যে ভোগান্তি হয়েছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আপাতত আর রেল অবরোধ করার কোনো কর্মসূচি নেই আমাদের।

রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার জিয়াউল হাসান বলেন, রাত ৮টার পরে আমরা রেললাইন ক্লিয়ার পাই। রাত সাড়ে ৮টায় খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। এরপর বাকি ট্রেনগুলো পর্যায়ক্রমে ছেড়ে যায়। তবে কোন ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow