রাতের আঁধারে অর্ধশতাধিক বনজ গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

মাদারীপুরের কালকিনিতে রাতের আঁধারে দুর্বৃত্তদের হানায় অর্ধশতাধিক বনজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। সম্প্রতি গভীর রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডের বিভাগদী এলাকায় এ ঘটনাটি ঘটে। এতে ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে। সরেজমিন পরিদর্শন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিভাগদী এলাকার বাসিন্দা এস এম শাকিল হোসেন নিজের ক্রয়কৃত জমিতে দীর্ঘদিন ধরে মেহগনি ও রেইনট্রি প্রজাতির অর্ধশতাধিক গাছ রোপণ করে পরিচর্যা করে আসছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা শত্রুতার জেরে তার বাগানে হামলা চালিয়ে গাছগুলো গোড়া থেকে কেটে ফেলে রেখে যায়। পরদিন সকালে স্থানীয়রা বাগানে এ ধ্বংসযজ্ঞ দেখতে পেয়ে মালিককে খবর দেন। গাছ কেটে ফেলার এমন নিষ্ঠুর ঘটনার কোনো কারণ খুঁজে না পেয়ে হতবাক শাকিল হোসেন বলেন, ‘আমার সঙ্গে কারও এমন শত্রুতা থাকতে পারে তা ভাবতেই পারছি না। দুর্বৃত্তরা আমার চারা গাছগুলো কেটে ফেলেছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।’ তিনি বলেন, ‘এরই মধ্যে আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আইনানুগ বিচার চাই।’  কয়েকজন প্রতিবেশী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গাছ তো কোনো অপরাধ করেনি। যারা এই অবলা গাছগুলোর ওপর আক্রোশ

রাতের আঁধারে অর্ধশতাধিক বনজ গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

মাদারীপুরের কালকিনিতে রাতের আঁধারে দুর্বৃত্তদের হানায় অর্ধশতাধিক বনজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। সম্প্রতি গভীর রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডের বিভাগদী এলাকায় এ ঘটনাটি ঘটে। এতে ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে।

সরেজমিন পরিদর্শন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিভাগদী এলাকার বাসিন্দা এস এম শাকিল হোসেন নিজের ক্রয়কৃত জমিতে দীর্ঘদিন ধরে মেহগনি ও রেইনট্রি প্রজাতির অর্ধশতাধিক গাছ রোপণ করে পরিচর্যা করে আসছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা শত্রুতার জেরে তার বাগানে হামলা চালিয়ে গাছগুলো গোড়া থেকে কেটে ফেলে রেখে যায়।

পরদিন সকালে স্থানীয়রা বাগানে এ ধ্বংসযজ্ঞ দেখতে পেয়ে মালিককে খবর দেন। গাছ কেটে ফেলার এমন নিষ্ঠুর ঘটনার কোনো কারণ খুঁজে না পেয়ে হতবাক শাকিল হোসেন বলেন, ‘আমার সঙ্গে কারও এমন শত্রুতা থাকতে পারে তা ভাবতেই পারছি না। দুর্বৃত্তরা আমার চারা গাছগুলো কেটে ফেলেছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।’

তিনি বলেন, ‘এরই মধ্যে আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আইনানুগ বিচার চাই।’ 

কয়েকজন প্রতিবেশী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গাছ তো কোনো অপরাধ করেনি। যারা এই অবলা গাছগুলোর ওপর আক্রোশ ঝেড়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।’ 

এলাকাবাসী দ্রুত তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow