রাতের আঁধারে শত শত লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা
কুমিল্লার দাউদকান্দিতে একটি ক্ষেতের শত শত লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ডিসেম্বর) রাতের কোনো একসময় উপজেলার সদর উত্তর ইউনিয়নের কদলতুলি এলাকায় খোকন মিয়ার লাউক্ষেতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পরিশ্রম ও মেধা দিয়ে লাউ চাষে সফলতা অর্জন করেন খোকন মিয়া। তার সফলতা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়ছে। সেই সাফল্যই যেন কাল হয়ে দাঁড়িয়েছে। সরেজমিন দেখা যায়, প্রায় ৩০ শতাংশ জমির লাউগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত ১৫ বছর ধরে খোকন মিয়া মাচা পদ্ধতিতে লাউয়ের চাষ করছেন। লাউ চাষ করেই তার পরিবার স্বাবলম্বী হয়েছে বলে জানায় স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। খোকন মিয়া বলেন, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা গভীর রাতে লাউগাছ কেটে নষ্ট করে দেয়। এটি প্রথম ঘটনা নয়, এর আগেও কেটে দেওয়া হয়েছিল। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে। আমি পরিশ্রম করে লাউ চাষ করে সফল হয়েছি। কিন্তু কিছু মানুষ এই সাফল্য সহ্য করতে না পেরে বারবার ফসল নষ্ট করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। তিনি বলেন, সারা দিন হাড়ভাঙা পরিশ্রম করে লাউ চাষ কর
কুমিল্লার দাউদকান্দিতে একটি ক্ষেতের শত শত লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ডিসেম্বর) রাতের কোনো একসময় উপজেলার সদর উত্তর ইউনিয়নের কদলতুলি এলাকায় খোকন মিয়ার লাউক্ষেতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিশ্রম ও মেধা দিয়ে লাউ চাষে সফলতা অর্জন করেন খোকন মিয়া। তার সফলতা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়ছে। সেই সাফল্যই যেন কাল হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিন দেখা যায়, প্রায় ৩০ শতাংশ জমির লাউগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত ১৫ বছর ধরে খোকন মিয়া মাচা পদ্ধতিতে লাউয়ের চাষ করছেন। লাউ চাষ করেই তার পরিবার স্বাবলম্বী হয়েছে বলে জানায় স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
খোকন মিয়া বলেন, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা গভীর রাতে লাউগাছ কেটে নষ্ট করে দেয়। এটি প্রথম ঘটনা নয়, এর আগেও কেটে দেওয়া হয়েছিল। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে। আমি পরিশ্রম করে লাউ চাষ করে সফল হয়েছি। কিন্তু কিছু মানুষ এই সাফল্য সহ্য করতে না পেরে বারবার ফসল নষ্ট করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
তিনি বলেন, সারা দিন হাড়ভাঙা পরিশ্রম করে লাউ চাষ করি। আমার সঙ্গে ১০-১২ জন শ্রমিক কাজ করেন। আমার পরিবারকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও নিঃস্ব করতে এমন ষড়যন্ত্র করা হচ্ছে। যারা রাতের আঁধারে লাউগাছ কেটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
দাউদকান্দি মডেল থানার ওসি এম আব্দুল হালিম বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাটি দুঃখজনক, সত্যতা যাচাই করা হবে।
What's Your Reaction?