রাতে শুরু হচ্ছে দারাজ ১২.১২-গ্র্যান্ড ইয়ার অ্যান্ড সেল

বছরের শেষ প্রান্তে এসে আবারও বড়সড় কেনাকাটার উৎসব ‘দারাজা ১২.১২ গ্র্যান্ড ইয়ার অ্যান্ড সেল’ নিয়ে হাজির হয়েছে দেশের শীর্ষ ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টা থেকে উৎসবটি শুরু হয়ে চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইনে গ্রাহকরা পাবেন বছরের শেষ সময়ে পছন্দের পণ্য কেনার দারুণ সুযোগ, আকর্ষণীয় ছাড় এবং বৈচিত্র্যময় কেনাকাটার অভিজ্ঞতা। দারাজ জানিয়েছে, এবারের ক্যাম্পেইনে থাকছে অসংখ্য মেগা অফার—মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ এবং হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড়।  সব ক্যাটাগরিতে বাজারের তুলনায় সর্বনিম্ন মূল্য নিশ্চিত করার দাবি করেছে দারাজ। ফলে শীতের প্রয়োজনীয় সামগ্রী হোক বা বছরের শেষ আপগ্রেড, এই সময়টিই সবচেয়ে উপযোগী। পাশাপাশি রয়েছে সাইট-ওয়াইড ডেলিভারি অফার ও নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারি সুবিধা। গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা আরও উৎসবমুখর করতে দারাজ সাজিয়েছে প্রতিদিনের ভিন্ন ভিন্ন ইভেন্ট। আজ রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত চলবে বিশেষ ‘ফ্ল্যাশ ভাউচার আওয়ার’। যেখানে গ্রাহকেরা পাবেন অতিরিক্ত ৮ শতাংশ ছাড়। এ ছাড়া পুরো সপ্তাহ জুড়ে থাকছে থিম-ভিত্তিক আয়

রাতে শুরু হচ্ছে দারাজ ১২.১২-গ্র্যান্ড ইয়ার অ্যান্ড সেল

বছরের শেষ প্রান্তে এসে আবারও বড়সড় কেনাকাটার উৎসব ‘দারাজা ১২.১২ গ্র্যান্ড ইয়ার অ্যান্ড সেল’ নিয়ে হাজির হয়েছে দেশের শীর্ষ ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টা থেকে উৎসবটি শুরু হয়ে চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইনে গ্রাহকরা পাবেন বছরের শেষ সময়ে পছন্দের পণ্য কেনার দারুণ সুযোগ, আকর্ষণীয় ছাড় এবং বৈচিত্র্যময় কেনাকাটার অভিজ্ঞতা।

দারাজ জানিয়েছে, এবারের ক্যাম্পেইনে থাকছে অসংখ্য মেগা অফার—মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ এবং হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড়। 

সব ক্যাটাগরিতে বাজারের তুলনায় সর্বনিম্ন মূল্য নিশ্চিত করার দাবি করেছে দারাজ। ফলে শীতের প্রয়োজনীয় সামগ্রী হোক বা বছরের শেষ আপগ্রেড, এই সময়টিই সবচেয়ে উপযোগী। পাশাপাশি রয়েছে সাইট-ওয়াইড ডেলিভারি অফার ও নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারি সুবিধা।

গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা আরও উৎসবমুখর করতে দারাজ সাজিয়েছে প্রতিদিনের ভিন্ন ভিন্ন ইভেন্ট। আজ রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত চলবে বিশেষ ‘ফ্ল্যাশ ভাউচার আওয়ার’। যেখানে গ্রাহকেরা পাবেন অতিরিক্ত ৮ শতাংশ ছাড়। এ ছাড়া পুরো সপ্তাহ জুড়ে থাকছে থিম-ভিত্তিক আয়োজন—লাইফস্টাইল কোজি ফ্রাইডে, চয়েস ডে স্যাটারডে, ফ্যাশন ফরওয়ার্ড সানডে ও মানডে, ইলেকট্রিক টিউসডে, বুধবারের বাজার এবং বিউটি অ্যান্ড ওয়েলনেস থার্সডে।

এবারের ক্যাম্পেইনে শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো থাকছে নিজস্ব ‘ব্র্যান্ড ডে’ নিয়ে। এর মধ্যে লোটো ১৩ ডিসেম্বর, অপো ১৪ ডিসেম্বর, রিয়েলমি ১৫ ডিসেম্বর, ম্যারিকো সুপার ব্র্যান্ড ডে ১৭ ডিসেম্বর এবং ভিশন ১৮ ডিসেম্বর।

বিশেষ এই আয়োজনে পণ্যের গুণগত মান ও বৈচিত্র্য বৃদ্ধিতে প্ল্যাটফর্মটির সঙ্গে প্লাটিনাম পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ইউনিলিভার, রেকিট, ম্যারিকো ও হিমালয়া। গোল্ড স্পনসর হিসেবে থাকছে বাটা এবং সিলভার স্পনসর হিসেবে রয়েছে জিএসকে, এসিআই ও ফ্রেশ। এসব পার্টনারশিপের ফলে গ্রাহকরা ইলেকট্রনিক্স, ফ্যাশন, এফএমসিজি, হেলথ ও বিউটি এবং লাইফস্টাইল ক্যাটাগরিতে সেরা পণ্যগুলো পাবেন সহজেই।

এ ছাড়া দেশের শীর্ষ পেমেন্ট পার্টনারদের সঙ্গে যৌথ সুবিধা নিয়ে এসেছে দারাজ। বিকাশ, নগদ, ব্র্যাক ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি (দারাজ ভিসা কো-ব্র্যান্ডেড কার্ড), মিডল্যান্ড ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, এনসিসি ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক লিমিটেড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি—এসব মাধ্যমে পেমেন্ট করলে পাওয়া যাবে সর্বোচ্চ ১৫ শতাংশ অতিরিক্ত সাশ্রয়। আর বড় অংকের লেনদেনে রয়েছে ০% ইএমআই-এর পাশাপাশি সিটি ব্যাংক ফ্লেক্সিবাই, ইবিএল জিপ ও এমটিবি ফ্লেক্সিপের মাধ্যমে ৫,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক বা রিওয়ার্ড।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow