রাফসান-জেফারের বিয়ের ছবি প্রকাশ্যে

দীর্ঘদিনের জল্পনা-কল্পনা আর লুকোচুরির অবসান ঘটল। শোবিজ অঙ্গনের বহুল আলোচিত জুটি উপস্থাপক রাফসান সাবাব এবং কণ্ঠশিল্পী জেফার রহমান অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে নিজেরাই এই সুখবর নিশ্চিত করেছেন। সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা বুধবার দুপুর ২টা ১ মিনিটে রাফসান সাবাব তার ভেরিফায়েড প্রোফাইল থেকে জেফার রহমানকে ট্যাগ করে বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ করেন। ক্যাপশনে তিনি লেখেন, “বন্ধু, পরিবার এবং প্রিয়জনদের ভালোবাসায় সিক্ত হয়ে আমরা আমাদের নতুন যাত্রা শুরু করছি, আপনাদের দোয়া চাই। আজ আমরা আমাদের জীবন এক করলাম এবং একসঙ্গে একটি সুন্দর অধ্যায়ে পা রাখলাম।” প্রকাশিত ছবিতে নবদম্পতিকে দেখা গেছে অত্যন্ত প্রাণবন্ত ও রোমান্টিক আবহে। কনে জেফার রহমান সেজেছেন ঐতিহ্যবাহী লাল রঙের শাড়িতে, সঙ্গে রয়েছে সোনালি ও সবুজ পাথরের ভারী গয়না। অন্যদিকে বর রাফসান সাবাবকে দেখা গেছে ক্রিম বা অফ-হোয়াইট রঙের শেরওয়ানি ও পাগড়িতে। একটি ছবিতে দুজনকে একে অপরের হাত ধরে ভালোবাসার দৃষ্টি বিনিময় করতে দেখা যায়, আবার অন্য ছবিতে তারা হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন।

রাফসান-জেফারের বিয়ের ছবি প্রকাশ্যে

দীর্ঘদিনের জল্পনা-কল্পনা আর লুকোচুরির অবসান ঘটল। শোবিজ অঙ্গনের বহুল আলোচিত জুটি উপস্থাপক রাফসান সাবাব এবং কণ্ঠশিল্পী জেফার রহমান অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে নিজেরাই এই সুখবর নিশ্চিত করেছেন।

সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা বুধবার দুপুর ২টা ১ মিনিটে রাফসান সাবাব তার ভেরিফায়েড প্রোফাইল থেকে জেফার রহমানকে ট্যাগ করে বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ করেন। ক্যাপশনে তিনি লেখেন, “বন্ধু, পরিবার এবং প্রিয়জনদের ভালোবাসায় সিক্ত হয়ে আমরা আমাদের নতুন যাত্রা শুরু করছি, আপনাদের দোয়া চাই। আজ আমরা আমাদের জীবন এক করলাম এবং একসঙ্গে একটি সুন্দর অধ্যায়ে পা রাখলাম।”

প্রকাশিত ছবিতে নবদম্পতিকে দেখা গেছে অত্যন্ত প্রাণবন্ত ও রোমান্টিক আবহে। কনে জেফার রহমান সেজেছেন ঐতিহ্যবাহী লাল রঙের শাড়িতে, সঙ্গে রয়েছে সোনালি ও সবুজ পাথরের ভারী গয়না। অন্যদিকে বর রাফসান সাবাবকে দেখা গেছে ক্রিম বা অফ-হোয়াইট রঙের শেরওয়ানি ও পাগড়িতে। একটি ছবিতে দুজনকে একে অপরের হাত ধরে ভালোবাসার দৃষ্টি বিনিময় করতে দেখা যায়, আবার অন্য ছবিতে তারা হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন।

প্রেক্ষাপট উল্লেখ্য, গত এক বছর ধরেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। ব্যাংকক সফর থেকে শুরু করে নানা সময়ে তাদের একসঙ্গে দেখা গেলেও তারা নিজেদের ‘ভালো বন্ধু’ বলেই পরিচয় দিতেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে এক ছাদের নিচে এলেন এই দুই তারকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow