রাশিয়া থেকে ফেরা সেনাদের বীর আখ্যা কিমের

রাশিয়ায় দায়িত্ব পালন শেষে দেশে  ফিরেছে উত্তর কোরিয়ার সেনারা। দেশটিতে ফেরা এসব সেনাদের সংবর্ধনা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এ সময় তিনি তাদের বীর বলে আখ্যা দেন।  শনিবার (১৩ ডিসেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএর বরাতে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কেসিএনএ জানিয়েছে, কোরিয়ান পিপলস আর্মির (কেপিএ) ৫২৮তম ইঞ্জিনিয়ার রেজিমেন্টের সদস্যদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন কিম। তাদের উদ্দেশে দেওয়া ভাষণে কিম জং উন বলেন, বিদেশে ১২০ দিনের দায়িত্ব পালনকালে সেনারা শাসক ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার নির্দেশ পালন করতে গিয়ে বীরত্বপূর্ণ আচরণ ও সমষ্টিগত বীরত্ব প্রদর্শন করেছে। উত্তর কোরিয়া প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, সামরিক বিমানের সিঁড়ি বেয়ে সেনারা নামছেন, হুইলচেয়ারে বসা এক সেনাকে আলিঙ্গন করছেন কিম জং উন। এসময় সেনা ও কর্মকর্তারা একত্রে তাদের স্বাগত জানাচ্ছেন। কেসিএনএ জানায়, ইউনিটটি চলতি বছরের আগস্টের শুরুতে রাশিয়ায় পাঠানো হয় এবং ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধ ও প্রকৌশলসংক্রান্ত দায়িত্ব পালন করে। গত মাসে রাশিয়ার প্রতিরক

রাশিয়া থেকে ফেরা সেনাদের বীর আখ্যা কিমের

রাশিয়ায় দায়িত্ব পালন শেষে দেশে  ফিরেছে উত্তর কোরিয়ার সেনারা। দেশটিতে ফেরা এসব সেনাদের সংবর্ধনা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এ সময় তিনি তাদের বীর বলে আখ্যা দেন। 

শনিবার (১৩ ডিসেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএর বরাতে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

কেসিএনএ জানিয়েছে, কোরিয়ান পিপলস আর্মির (কেপিএ) ৫২৮তম ইঞ্জিনিয়ার রেজিমেন্টের সদস্যদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন কিম। তাদের উদ্দেশে দেওয়া ভাষণে কিম জং উন বলেন, বিদেশে ১২০ দিনের দায়িত্ব পালনকালে সেনারা শাসক ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার নির্দেশ পালন করতে গিয়ে বীরত্বপূর্ণ আচরণ ও সমষ্টিগত বীরত্ব প্রদর্শন করেছে।

উত্তর কোরিয়া প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, সামরিক বিমানের সিঁড়ি বেয়ে সেনারা নামছেন, হুইলচেয়ারে বসা এক সেনাকে আলিঙ্গন করছেন কিম জং উন। এসময় সেনা ও কর্মকর্তারা একত্রে তাদের স্বাগত জানাচ্ছেন।

কেসিএনএ জানায়, ইউনিটটি চলতি বছরের আগস্টের শুরুতে রাশিয়ায় পাঠানো হয় এবং ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধ ও প্রকৌশলসংক্রান্ত দায়িত্ব পালন করে।

গত মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বড় ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সহায়তা করা উত্তর কোরীয় সেনারা এখন সেখানে মাইন পরিষ্কারের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

দুই দেশের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় গত বছর উত্তর কোরিয়া প্রায় ১৪ হাজার সেনা রাশিয়ার পক্ষে পাঠায়। দক্ষিণ কোরিয়া, ইউক্রেন ও পশ্চিমা সূত্রের দাবি অনুযায়ী, এর মধ্যে ছয় হাজারেরও বেশি সেনা নিহত হয়েছেন।

তবে কিম জং উন জানান, এই মিশনে ৯ জন উত্তর কোরীয় সেনা নিহত হয়েছেন। তিনি তাদের মৃত্যুকে হৃদয়বিদারক ক্ষতি বলে উল্লেখ করেন। নিহত সেনাদের ‘ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া’র বীর উপাধি দেওয়া হয় এবং রেজিমেন্টটিকে অর্ডার অব ফ্রিডম অ্যান্ড ইনডিপেনডেন্স পদকে ভূষিত করার ঘোষণা দেওয়া হয়।

কেসিএনএ জানিয়েছে, শুক্রবার পিয়ংইয়ংয়ে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে শীর্ষ সামরিক কর্মকর্তা, শাসক দলের নেতারা, সেনাদের পরিবার ও বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। ভাষণে কিম বলেন, সেনারা যুদ্ধ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ এলাকা পরিষ্কার করে দল ও রাষ্ট্রের প্রতি পরম আনুগত্য প্রমাণ করেছে। তিনি সেনাদের রাজনৈতিক আদর্শে দৃঢ়তা, শৃঙ্খলা ও ঐক্যেরও প্রশংসা করেন এবং তাদের পারফরম্যান্সকে সশস্ত্র বাহিনীর জন্য একটি আদর্শ হিসেবে উল্লেখ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow