রাশিয়া যুদ্ধ শেষ করতে চায় না: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে বলেছেন, কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে বোঝা যাচ্ছে যে, মস্কো যুদ্ধ শেষ করতে চায় না। খবর এএফপির।  আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি। তার আগেই এ ধরনের মন্তব্য করলেন এই ইউক্রেনীয় প্রেসিডেন্ট। রাশিয়ার সঙ্গে সংঘাতের অবসানের জন্য আলোচনার মধ্যে তাদের এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় কমপক্ষে একজন নিহত হওয়ার পর জেলেনস্কি বলেন, রাশিয়া যুদ্ধ শেষ করতে চায় না এবং ইউক্রেনকে আরও বেশি দুর্ভোগের দিকে ঠেলে দেওয়ার এবং বিশ্বজুড়ে তারা অন্যদের ওপর চাপ বাড়ানোর জন্য প্রতিটি সুযোগ ব্যবহার করার চেষ্টা করে যাচ্ছে। এর আগে জেলেনস্কি বলেন, তিনি মার্কিন মধ্যস্থতায় প্রণীত শান্তি পরিকল্পনা এবং মার্কিন নিরাপত্তা গ্যারান্টির জন্য পৃথক প্রস্তাবের ওপর মনোনিবেশ করতে চান। তবে এক ঊর্ধ্বতন রুশ কর্মকর্তা বলেছেন, জেলেনস্কি এবং ট্রাম্পের সাক্ষাতের পরিকল্পনা রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার চেয়ে ভিন্ন। ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চল থেকে রাশিয়

রাশিয়া যুদ্ধ শেষ করতে চায় না: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে বলেছেন, কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে বোঝা যাচ্ছে যে, মস্কো যুদ্ধ শেষ করতে চায় না। খবর এএফপির। 

আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি। তার আগেই এ ধরনের মন্তব্য করলেন এই ইউক্রেনীয় প্রেসিডেন্ট। রাশিয়ার সঙ্গে সংঘাতের অবসানের জন্য আলোচনার মধ্যে তাদের এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় কমপক্ষে একজন নিহত হওয়ার পর জেলেনস্কি বলেন, রাশিয়া যুদ্ধ শেষ করতে চায় না এবং ইউক্রেনকে আরও বেশি দুর্ভোগের দিকে ঠেলে দেওয়ার এবং বিশ্বজুড়ে তারা অন্যদের ওপর চাপ বাড়ানোর জন্য প্রতিটি সুযোগ ব্যবহার করার চেষ্টা করে যাচ্ছে।

এর আগে জেলেনস্কি বলেন, তিনি মার্কিন মধ্যস্থতায় প্রণীত শান্তি পরিকল্পনা এবং মার্কিন নিরাপত্তা গ্যারান্টির জন্য পৃথক প্রস্তাবের ওপর মনোনিবেশ করতে চান। তবে এক ঊর্ধ্বতন রুশ কর্মকর্তা বলেছেন, জেলেনস্কি এবং ট্রাম্পের সাক্ষাতের পরিকল্পনা রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার চেয়ে ভিন্ন।

ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চল থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারে জেলেনস্কির প্রস্তাব সম্পর্কে ক্রেমলিন কোনো মন্তব্য করেনি।শনিবার রাতে রাশিয়ার নতুন বিমান হামলায় কিয়েভ অঞ্চলে কমপক্ষে একজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। রাজধানীতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইউক্রেনের মেজর ভিটালি ক্লিটসকো বলেছেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী আক্রমণ প্রতিহত করছে। শহরের বাসিন্দাদের আশ্রয়স্থলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে। তারপর থেকে দুপক্ষের মধ্যে সংঘাত এখনো চলছেই।

মস্কো বর্তমানে দোনেৎস্ক অঞ্চলের প্রায় ৭৫শতাংশ এবং পার্শ্ববর্তী লুহানস্কের প্রায় ৯৯ শতাংশ নিয়ন্ত্রণ করছে। এই অঞ্চলগুলো সম্মিলিতভাবে ডনবাস নামে পরিচিত।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow