রাশেদ খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দলের আরেক নেতার

বিভিন্ন অভিযোগ এনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করেছেন দলের শীর্ষ পর্যায়ের এক নেতা। এতে তিনি রাশেদ খানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। বুধবার (১০ ডিসেম্বর) দলের সভাপতি নুরুল হক নুর বরাবর দেওয়া এক লিখিত আবেদনে এ প্রস্তাব দেন গণঅধিকার পরিষদের সর্বোচ্চ ফোরাম উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের। বিষয়টি কালবেলাকে গণঅধিকার পরিষদের একাধিক সদস্য নিশ্চিত করেছেন। অনাস্থা প্রস্তাবে আব্দুজ জাহের বলেন, গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার বাইরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ করা যাচ্ছে যে বর্তমান সাধারণ সম্পাদক রাশেদ খান দলীয় লক্ষ্য ও উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়েছেন এবং দলের ভেতরে অন্য রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে উঠেছেন। তার এ ধরনের কর্মকাণ্ড দলের অভ্যন্তরে বিভ্রান্তি সৃষ্টি করেছে, সংগঠনের ঐক্য বিনষ্ট করছে এবং গণঅধিকার পরিষদের মূল আদর্শকে প্রশ্নবিদ্ধ করছে। এতে তিনি আরও লেখেন, এই প্রেক্ষাপটে আমি

রাশেদ খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দলের আরেক নেতার
বিভিন্ন অভিযোগ এনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করেছেন দলের শীর্ষ পর্যায়ের এক নেতা। এতে তিনি রাশেদ খানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। বুধবার (১০ ডিসেম্বর) দলের সভাপতি নুরুল হক নুর বরাবর দেওয়া এক লিখিত আবেদনে এ প্রস্তাব দেন গণঅধিকার পরিষদের সর্বোচ্চ ফোরাম উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের। বিষয়টি কালবেলাকে গণঅধিকার পরিষদের একাধিক সদস্য নিশ্চিত করেছেন। অনাস্থা প্রস্তাবে আব্দুজ জাহের বলেন, গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার বাইরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ করা যাচ্ছে যে বর্তমান সাধারণ সম্পাদক রাশেদ খান দলীয় লক্ষ্য ও উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়েছেন এবং দলের ভেতরে অন্য রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে উঠেছেন। তার এ ধরনের কর্মকাণ্ড দলের অভ্যন্তরে বিভ্রান্তি সৃষ্টি করেছে, সংগঠনের ঐক্য বিনষ্ট করছে এবং গণঅধিকার পরিষদের মূল আদর্শকে প্রশ্নবিদ্ধ করছে। এতে তিনি আরও লেখেন, এই প্রেক্ষাপটে আমি মনে করি যে, তার বর্তমান পদে বহাল থাকা সংগঠনের অখণ্ডতা, লক্ষ্য ও ভবিষ্যতের জন্য গুরুতর হুমকিস্বরূপ। অতএব, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আমি এই মর্মে প্রস্তাব করছি যে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের প্রতি অনাস্থা ঘোষণা করা হোক এবং তাঁর পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক। এ বিষয়ে জানতে চাইলে দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, এমন একটি অনাস্থা প্রস্তাব দলের একজন উচ্চতর পরিষদ সদস্য দিয়েছেন, আমরা বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow