রিপোর্টারদের দক্ষতা বাড়াতে এমআরডিআই-আরএফইডি চুক্তি

নির্বাচন কমিশন (ইসি) বিটের সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে। গণমাধ্যমের তথ্য-অখণ্ডতা ও নির্বাচনি সংবাদ পরিবেশনের মানোন্নয়নে যৌথভাবে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার জন্য সমঝোতা স্মারকে সই করেছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এবং মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় এই উদ্যোগকে নির্বাচন-সংক্রান্ত সাংবাদিকতায় নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ‘অ্যাডভান্সিং মিডিয়া ক্যাপাসিটি অ্যান্ড ইনফরমেশন ইন্টেগ্রিটি’ প্রকল্পের আওতায় এই চুক্তি সই হয়েছে। আরএফইডির পক্ষে সভাপতি কাজী এমাদউদ্দীন জেবেল এবং এমআরডিআই-এর পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকু সমঝোতা স্মারকে সই করেন। চুক্তিসই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ইউএনডিপি বাংলাদেশের টেকনিক্যাল এডভাইজার আন্দ্রেস ডেল ক্যাস্তিলো সানচেজ। চুক্তি সই অনুষ্ঠানে ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, দ

রিপোর্টারদের দক্ষতা বাড়াতে এমআরডিআই-আরএফইডি চুক্তি

নির্বাচন কমিশন (ইসি) বিটের সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে। গণমাধ্যমের তথ্য-অখণ্ডতা ও নির্বাচনি সংবাদ পরিবেশনের মানোন্নয়নে যৌথভাবে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার জন্য সমঝোতা স্মারকে সই করেছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এবং মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় এই উদ্যোগকে নির্বাচন-সংক্রান্ত সাংবাদিকতায় নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ‘অ্যাডভান্সিং মিডিয়া ক্যাপাসিটি অ্যান্ড ইনফরমেশন ইন্টেগ্রিটি’ প্রকল্পের আওতায় এই চুক্তি সই হয়েছে। আরএফইডির পক্ষে সভাপতি কাজী এমাদউদ্দীন জেবেল এবং এমআরডিআই-এর পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকু সমঝোতা স্মারকে সই করেন।

চুক্তিসই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ইউএনডিপি বাংলাদেশের টেকনিক্যাল এডভাইজার আন্দ্রেস ডেল ক্যাস্তিলো সানচেজ।

চুক্তি সই অনুষ্ঠানে ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ ব্যয় নয়, এটি বিনিয়োগ। আমরা একটি ভিন্ন পরিস্থিতিতে আছি- এটার ব্যাখ্যার প্রয়োজন নেই। নির্বাচন অবশ্যই স্বচ্ছ হতে হবে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, লুকানোর কিছু নেই। গণমাধ্যমের কাজ সত্য প্রকাশ করা- অর্ধসত্য নয়। আমাদের সিদ্ধান্ত নিতে হবে পূর্ণাঙ্গ সত্য প্রকাশের দিকে এগোব কি না।

আরএফইডির সভাপতি কাজী এমাদউদ্দিন জেবেল বলেন, আজ একটি স্মরণীয় দিন। এমআরডিআইয়ের মাধ্যমে ইউএনডিপির সঙ্গে যুক্ত হলো আরএফইডি। প্রশিক্ষণ হলো সেতুবন্ধনের জায়গা- এটি কাজের মান ও সংবাদ পরিবেশনের মান আরও উন্নত করবে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, সহজ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

স্বচ্ছ নির্বাচন, সঠিক তথ্যপ্রবাহ ও দক্ষ সাংবাদিকতা নিশ্চিত করতে এই যৌথ উদ্যোগকে নির্বাচন সংক্রান্ত সংবাদ পরিবেশনের মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এমওএস/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow