রিশাদের তিন উইকেটে হোবার্টের তৃতীয় জয়

বিগ ব্যাশ লিগে মৌসুমের তৃতীয় জয় পেল হোবার্ট হারিকেন্স। বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের কার্যকর বোলিংয়ের পর ব্যাটারদের ঠান্ডা মাথার রান তাড়ায় পার্থ স্কোর্চার্সকে ৪ উইকেটে হারিয়েছে হোবার্ট। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় হোবার্ট। শুরুতেই রাইলি মেরিডিথ মিচেল মার্শকে ফিরিয়ে পার্থের ইনিংসে চাপ তৈরি করেন। এরপর ম্যাচে নিজের ছাপ রাখেন রিশাদ হোসেন। কুপার কনলিকে ফেরানোর মাধ্যমে উইকেটের খাতা খুলে তিনি একে একে থামান পার্থের মিডল অর্ডার। ফিন অ্যালেন ৪৩ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও, তাকে ফেরান মিচেল ওয়েন। অ্যারন হার্ডিকে দ্রুত সাজঘরে পাঠান রিশাদ, এরপর লরি ইভান্সের উইকেটও তুলে নেন এই বাংলাদেশি স্পিনার। ইভান্স আউট হওয়ার আগে নিক হবসনের সঙ্গে ২৪ বলে ৪৫ রানের জুটি গড়েন। শেষ পর্যন্ত পার্থ ১৫১ রানেই থেমে যায়। রিশাদ তার ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। মেরিডিথ নেন দুটি উইকেট, আর নাথান এলিস, ওয়েন ও রেহান আহমেদ একটি করে উইকেট শিকার করেন। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি হোবার্ট। দুই ওপেনারই দ্রুত ফিরে গেলে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তবে একপ্রান্ত ধরে রেখে ন

রিশাদের তিন উইকেটে হোবার্টের তৃতীয় জয়

বিগ ব্যাশ লিগে মৌসুমের তৃতীয় জয় পেল হোবার্ট হারিকেন্স। বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের কার্যকর বোলিংয়ের পর ব্যাটারদের ঠান্ডা মাথার রান তাড়ায় পার্থ স্কোর্চার্সকে ৪ উইকেটে হারিয়েছে হোবার্ট।

টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় হোবার্ট। শুরুতেই রাইলি মেরিডিথ মিচেল মার্শকে ফিরিয়ে পার্থের ইনিংসে চাপ তৈরি করেন। এরপর ম্যাচে নিজের ছাপ রাখেন রিশাদ হোসেন। কুপার কনলিকে ফেরানোর মাধ্যমে উইকেটের খাতা খুলে তিনি একে একে থামান পার্থের মিডল অর্ডার।

ফিন অ্যালেন ৪৩ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও, তাকে ফেরান মিচেল ওয়েন। অ্যারন হার্ডিকে দ্রুত সাজঘরে পাঠান রিশাদ, এরপর লরি ইভান্সের উইকেটও তুলে নেন এই বাংলাদেশি স্পিনার। ইভান্স আউট হওয়ার আগে নিক হবসনের সঙ্গে ২৪ বলে ৪৫ রানের জুটি গড়েন। শেষ পর্যন্ত পার্থ ১৫১ রানেই থেমে যায়। রিশাদ তার ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। মেরিডিথ নেন দুটি উইকেট, আর নাথান এলিস, ওয়েন ও রেহান আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি হোবার্ট। দুই ওপেনারই দ্রুত ফিরে গেলে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তবে একপ্রান্ত ধরে রেখে নিখিল চৌধুরি ৩০ বলে করেন ৩৪ রান। এরপর টিম ডেভিড ঝড়ো ব্যাটিংয়ে ২৮ বলে ৪২ রান করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। শেষদিকে ম্যাকেলিস্টার রাইটের ১৩ বলে অপরাজিত ২২ রানে ৩ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হোবার্ট হারিকেন্স।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow