রুমাল পেতে বাসের সিট দখল, সরিয়ে অপরজন বসতেই লঙ্কাকাণ্ড

বাসে বসার সিট নিজেদের দখলে রাখতে আসনে রুমাল পেতে রেখেছিলেন দুই নারী যাত্রী। এ সময় এক তরুণ বাসে উঠে তা খেয়াল না করে রুমাল সরিয়ে বসে পড়েন। আর তাতেই বাধে বিপত্তি। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডার পর শুরু হয় হাতাহাতি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা রীতিমতো ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, বাসে উঠে আগে দুটি আসনে রুমাল পেতে জায়গা নিজেদের দখলে রেখেছিলেন দুই নারী। পরে সেই বাসেই ওঠেন এক তরুণ। বসার জায়গা খুঁজতে গিয়ে তার চোখ যায় রুমাল পাতা সিটগুলোর দিকে। সেই আসন যে কেউ দখল করে রেখেছে, তা বুঝ উঠতে পারেননি তরুণ। তাই রুমাল সরিয়ে সেখানে বসে পড়েন তিনি। পরে এ ঘটনায় সিট দখল করা দুই নারী যাত্রী বাসে উঠে তরুণকে মারধর করতে শুরু করেন। তেলুগু স্ক্রাইব নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে আরো দেখা গেছে, বাসের ভিতর ওই তরুণের চুলের মুঠি ধরে মারধর করছেন দুই মহিলা। এসময় ঔ তরুণ কোনওমতে তাদের হাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। বাসের অন্য যাত্রীরা এসময় নিশ্চুপ থেকে তাদের থামানোর কোন চেষ্টাই করছিলেন না। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ওই দুই নারীর সমালোচনা

রুমাল পেতে বাসের সিট দখল, সরিয়ে অপরজন বসতেই লঙ্কাকাণ্ড
বাসে বসার সিট নিজেদের দখলে রাখতে আসনে রুমাল পেতে রেখেছিলেন দুই নারী যাত্রী। এ সময় এক তরুণ বাসে উঠে তা খেয়াল না করে রুমাল সরিয়ে বসে পড়েন। আর তাতেই বাধে বিপত্তি। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডার পর শুরু হয় হাতাহাতি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা রীতিমতো ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, বাসে উঠে আগে দুটি আসনে রুমাল পেতে জায়গা নিজেদের দখলে রেখেছিলেন দুই নারী। পরে সেই বাসেই ওঠেন এক তরুণ। বসার জায়গা খুঁজতে গিয়ে তার চোখ যায় রুমাল পাতা সিটগুলোর দিকে। সেই আসন যে কেউ দখল করে রেখেছে, তা বুঝ উঠতে পারেননি তরুণ। তাই রুমাল সরিয়ে সেখানে বসে পড়েন তিনি। পরে এ ঘটনায় সিট দখল করা দুই নারী যাত্রী বাসে উঠে তরুণকে মারধর করতে শুরু করেন। তেলুগু স্ক্রাইব নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে আরো দেখা গেছে, বাসের ভিতর ওই তরুণের চুলের মুঠি ধরে মারধর করছেন দুই মহিলা। এসময় ঔ তরুণ কোনওমতে তাদের হাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। বাসের অন্য যাত্রীরা এসময় নিশ্চুপ থেকে তাদের থামানোর কোন চেষ্টাই করছিলেন না। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ওই দুই নারীর সমালোচনা করছেন, আবার বাসযাত্রীরা নিশ্চুপ থাকায় তাদের সমালোচনাও করেছেন অনেকে। ঘটনাটি সম্প্রতি সময়ে ভারতের অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলায় ঘটেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow