রূপগঞ্জে দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
প্রয়াত দেশনেত্রী ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রূপগঞ্জে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জের গণমানুষের নেতা ও ধানের শীষের মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। দোয়া মাহফিলের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনায় আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে অনেক মানুষ বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল। আয়োজন করে তারাবো পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
প্রয়াত দেশনেত্রী ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রূপগঞ্জে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জের গণমানুষের নেতা ও ধানের শীষের মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন।
দোয়া মাহফিলের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনায় আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে অনেক মানুষ বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন।
অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল। আয়োজন করে তারাবো পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
What's Your Reaction?