রোনালদোকে ছুঁয়ে রিয়ালকে জেতালেন এমবাপ্পে, জয় পেল সিটিও

রিয়ালের জার্সিতে সবশেষ ম্যাচে জোড়া গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডের কাছাকাছি চলে এসেছিলেন কিলিয়ান এমবাপ্পে। এবার লা লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে রিয়ালের ২-০ ব্যবধানের জয়ে এক গোল করে রোনালদোর রেকর্ড স্পর্শ করলেন তিনি। রিয়ালের জয়ের দিন হালান্ডের জোড়া গোলে জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটিও।  সেভিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। তবে বিরতির সাত মিনিট আগে এগিয়ে যায় জাবি আলোনসোর দল। রদ্রিগোর নেওয়া ফ্রি-কিক থেকে লুসিয়েন আগুমেকে টপকে হেডে বল জালে পাঠান জুড বেলিংহ্যাম। সেভিয়া সমতায় ফেরার চেষ্টা করলেও বিরতির পর তাদের কাজ আরও কঠিন হয়ে যায়। বেলিংহ্যামের ওপর ফাউলের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মার্কাও। ১০ জনের দলে পরিণত হওয়ায় চাপে পড়ে যায় সেভিয়া। পাল্টা আক্রমণে সেভিয়াকে ম্যাচে ফেরানোর সুযোগ এনে দেন আইজ্যাক রোমেরো। তবে দুটি ভালো সুযোগেই তাকে গোল করতে দেননি থিবো কোর্তোয়া। শেষ পর্যন্ত ৮৬তম মিনিটে স্বস্তি পায় রিয়াল। রদ্রিগোকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় তারা। স্পট-কিক থেকে শান্ত মাথায় গোল করেন এমবাপ্পে। এই গোলে এক পঞ্জিকাবর্ষে রিয়ালের জার্সিতে স

রোনালদোকে ছুঁয়ে রিয়ালকে জেতালেন এমবাপ্পে, জয় পেল সিটিও

রিয়ালের জার্সিতে সবশেষ ম্যাচে জোড়া গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডের কাছাকাছি চলে এসেছিলেন কিলিয়ান এমবাপ্পে। এবার লা লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে রিয়ালের ২-০ ব্যবধানের জয়ে এক গোল করে রোনালদোর রেকর্ড স্পর্শ করলেন তিনি। রিয়ালের জয়ের দিন হালান্ডের জোড়া গোলে জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটিও। 

সেভিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। তবে বিরতির সাত মিনিট আগে এগিয়ে যায় জাবি আলোনসোর দল। রদ্রিগোর নেওয়া ফ্রি-কিক থেকে লুসিয়েন আগুমেকে টপকে হেডে বল জালে পাঠান জুড বেলিংহ্যাম। সেভিয়া সমতায় ফেরার চেষ্টা করলেও বিরতির পর তাদের কাজ আরও কঠিন হয়ে যায়। বেলিংহ্যামের ওপর ফাউলের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মার্কাও। ১০ জনের দলে পরিণত হওয়ায় চাপে পড়ে যায় সেভিয়া।

পাল্টা আক্রমণে সেভিয়াকে ম্যাচে ফেরানোর সুযোগ এনে দেন আইজ্যাক রোমেরো। তবে দুটি ভালো সুযোগেই তাকে গোল করতে দেননি থিবো কোর্তোয়া। শেষ পর্যন্ত ৮৬তম মিনিটে স্বস্তি পায় রিয়াল। রদ্রিগোকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় তারা। স্পট-কিক থেকে শান্ত মাথায় গোল করেন এমবাপ্পে। এই গোলে এক পঞ্জিকাবর্ষে রিয়ালের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ডে রোনালদোর সঙ্গী হলেন এই ফরাসি। দুজনই করেছেন ৫৯ গোল। রোনালদো ২০১৩ সালে রেকর্ডটি গড়েছিলেন।

দিনের আরেক ম্যাচে, আর্লিং হালান্ডের জোড়া গোলে জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটি। ওয়েস্ট হাম ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল।  ওয়েস্ট হামের বিপক্ষে জয়ের সুবাদে লিগ পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে সিটি। ওয়েস্ট হামের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ার পর সিটির পয়েন্ট ১৭ ম্যাচে ৩৭। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল ১৬ ম্যাচে ৩৬।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow