লক্ষ্মীপুরে বাসে আগুন
লক্ষ্মীপুরের কমলনগরে যমুনা পরিবহন নামে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের করইতোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে বাসে থাকা যাত্রীদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাসটি ডিজেলচালিত হওয়ায়, যান্ত্রিত ত্রুটির কারণে আগুন লেগেছে। স্থানীয়রা জানায়, ফেনী থেকে ছেড়ে আসা যমুনা পরিবহনের একটি লোকাল বাস যাত্রী নিয়ে রামগতির উদ্দেশে যাচ্ছিল। পথে কমলনগরের করইতোলা বাজার সংলগ্ন গুদাম সড়ক এলাকায় পৌঁছালে সেটিতে আগুন ধরে যায়। এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভাতে সক্ষম হয়। ওই গাড়িতে থাকা একজন যাত্রী জানান, গাড়িতে হঠাৎ একটি শব্দ হয় এবং সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। তখন দ্রুত আমরা সবাই গাড়ি থেকে নামতে পারলেও অনেকের মালপত্র পুড়ে যায়। কমলনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল হাসান বলেন, বাসের ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে ইঞ্জিন থেকে আগুন ধরে যায়। বাসের কোনো যাত্রী আহত হয়নি। বাসটির ৮০ শতাংশ পুড়ে যায়।
লক্ষ্মীপুরের কমলনগরে যমুনা পরিবহন নামে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের করইতোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে বাসে থাকা যাত্রীদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাসটি ডিজেলচালিত হওয়ায়, যান্ত্রিত ত্রুটির কারণে আগুন লেগেছে।
স্থানীয়রা জানায়, ফেনী থেকে ছেড়ে আসা যমুনা পরিবহনের একটি লোকাল বাস যাত্রী নিয়ে রামগতির উদ্দেশে যাচ্ছিল। পথে কমলনগরের করইতোলা বাজার সংলগ্ন গুদাম সড়ক এলাকায় পৌঁছালে সেটিতে আগুন ধরে যায়। এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভাতে সক্ষম হয়।
ওই গাড়িতে থাকা একজন যাত্রী জানান, গাড়িতে হঠাৎ একটি শব্দ হয় এবং সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। তখন দ্রুত আমরা সবাই গাড়ি থেকে নামতে পারলেও অনেকের মালপত্র পুড়ে যায়।
কমলনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল হাসান বলেন, বাসের ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে ইঞ্জিন থেকে আগুন ধরে যায়। বাসের কোনো যাত্রী আহত হয়নি। বাসটির ৮০ শতাংশ পুড়ে যায়।
What's Your Reaction?