লক্ষ্মীপুরে মাটির নিচে মিলল হালিশহর থানার লুটের পিস্তল

চব্বিশের জুলাই অভ্যুত্থানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় হামলা-ভাঙচুরের পর লুট হওয়া পুলিশের অস্ত্র হাত বদলে পৌঁছেছে বিভিন্ন জেলা উপজেলায়। এবার লক্ষ্মীপুর জেলায় সন্ধান মিলেছে সিএমপির অধীন হালিশহর থানা পুলিশের লুট হওয়া পিস্তল। এর আগে কোতোয়ালি থানা পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার হয়েছিল সাতকানিয়া উপজেলা থেকে। নগর পুলিশের তথ্যমতে, গত বৃহস্পতিবার সুমন হোসেন নামে এক যুবককে সঙ্গে নিয়ে তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুরের বাড়িতে মাটির নিচ থেকে সাদা পলিথিনে মোড়ানো একটি সচল প্লাস্টিকের বাঁটযুক্ত নাইন এমএম তরাশ বিদেশি পিস্তল এবং একটি নাইন এমএম তরাশ পিস্তলের খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি-পশ্চিম) বিভাগের পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমান কালবেলাকে জানান, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্য থেকে একটি বিদেশি পিস্তলের বিষয়ে গোপন তথ্য পায় পুলিশ। পরে গত বৃহস্পতিবার ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালানো হয়। সে সময় গ্রেপ্তার সুমন জিজ্ঞাসাবাদে তার কাছে লুট হওয়া সরকারি অস্ত্র রয়েছে বলে স্বীকার করে। পরে তার

লক্ষ্মীপুরে মাটির নিচে মিলল হালিশহর থানার লুটের পিস্তল

চব্বিশের জুলাই অভ্যুত্থানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় হামলা-ভাঙচুরের পর লুট হওয়া পুলিশের অস্ত্র হাত বদলে পৌঁছেছে বিভিন্ন জেলা উপজেলায়। এবার লক্ষ্মীপুর জেলায় সন্ধান মিলেছে সিএমপির অধীন হালিশহর থানা পুলিশের লুট হওয়া পিস্তল। এর আগে কোতোয়ালি থানা পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার হয়েছিল সাতকানিয়া উপজেলা থেকে।

নগর পুলিশের তথ্যমতে, গত বৃহস্পতিবার সুমন হোসেন নামে এক যুবককে সঙ্গে নিয়ে তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুরের বাড়িতে মাটির নিচ থেকে সাদা পলিথিনে মোড়ানো একটি সচল প্লাস্টিকের বাঁটযুক্ত নাইন এমএম তরাশ বিদেশি পিস্তল এবং একটি নাইন এমএম তরাশ পিস্তলের খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি-পশ্চিম) বিভাগের পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমান কালবেলাকে জানান, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্য থেকে একটি বিদেশি পিস্তলের বিষয়ে গোপন তথ্য পায় পুলিশ। পরে গত বৃহস্পতিবার ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালানো হয়। সে সময় গ্রেপ্তার সুমন জিজ্ঞাসাবাদে তার কাছে লুট হওয়া সরকারি অস্ত্র রয়েছে বলে স্বীকার করে। পরে তার বাড়ি লক্ষ্মীপুরে গিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্ত অনুযায়ী পুলিশের এ কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও ম্যাগাজিন গত বছর ৫ আগস্ট চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা থেকে লুট করা হয়েছিল। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow