লেবাননে ড্রোন হামলা চালাল ইসরায়েল
লেবাননের দক্ষিণাঞ্চলে একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা আল-জুমাইজিমাহ এলাকায় হিজবুল্লাহর এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে নিহতদের পরিচয় বা বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এর আগে লেবাননের স্থানীয় গণমাধ্যম জানায়, ইসরায়েলি ড্রোন দক্ষিণের ওদাইসেহ শহরের কেন্দ্রস্থলে একটি বোমা ফেলে। পাশাপাশি আইতারুন এলাকার আশপাশে কয়েকটি দাহ্য গোলাবারুদ ছোড়া হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৪ সালের ২৭ নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল এখনও লিতানি নদীর দক্ষিণে কয়েকটি এলাকায় অবস্থান ধরে রেখেছে এবং নিয়মিত হামলা চালাচ্ছে।
জাতিসংঘের লেবানন শান্তিরক্ষা বাহিনী (ইউনিফিল) জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল ১০ হাজারের বেশি লঙ্ঘন করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ সময়ে অন্তত ৩৪০ জন নিহত এবং ৯৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
লেবাননের দক্ষিণাঞ্চলে একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা আল-জুমাইজিমাহ এলাকায় হিজবুল্লাহর এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে নিহতদের পরিচয় বা বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এর আগে লেবাননের স্থানীয় গণমাধ্যম জানায়, ইসরায়েলি ড্রোন দক্ষিণের ওদাইসেহ শহরের কেন্দ্রস্থলে একটি বোমা ফেলে। পাশাপাশি আইতারুন এলাকার আশপাশে কয়েকটি দাহ্য গোলাবারুদ ছোড়া হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৪ সালের ২৭ নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল এখনও লিতানি নদীর দক্ষিণে কয়েকটি এলাকায় অবস্থান ধরে রেখেছে এবং নিয়মিত হামলা চালাচ্ছে।
জাতিসংঘের লেবানন শান্তিরক্ষা বাহিনী (ইউনিফিল) জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল ১০ হাজারের বেশি লঙ্ঘন করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ সময়ে অন্তত ৩৪০ জন নিহত এবং ৯৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।