লোকেশন ট্র্যাকিং ও নম্বর ফাঁস! মামুন, বান্নাহ ও চমককে প্রকাশ্যে হুমকি

বিনোদন অঙ্গনে আতঙ্ক ছড়িয়ে এবার নির্মাতা অনন্য মামুন, মাবরুর রশিদ বান্নাহ এবং অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডাল্টন সৌভাতো হীরা’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেওয়া হয়। হুমকিদাতা দাবি করেছেন, ইতোমধ্যে অভিনেত্রী চমকের ফোন নম্বর ফাঁস করে দেওয়া হয়েছে এবং নির্মাতা বান্নাহর লোকেশন ট্র্যাক করা হচ্ছে। এর আগে একই অ্যাকাউন্ট থেকে ওসমান শরীফ হাদিকেও হুমকি দেওয়া হয়েছিল বলে জানা গেছে। অনন্য মামুনকে নিয়ে হুঁশিয়ারি নির্মাতা অনন্য মামুনকে উদ্দেশ্য করে ওই পোস্টে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। তাকে ‘পিম্প’ আখ্যা দিয়ে হুমকিদাতা লিখেছেন, “এই বাটপারের নাম উল্লেখ করতেও কাল ভুলে গেছিলাম। অনন্য মামুন-দ্য পিম্প। ও যেন সহি সালামতে ভালো থাকে। আর ওর ফিল্ম যেন কেউ প্রডিউস করার চেষ্টা না করে, করলে সেটা নিজ দায়িত্বে করবে।” বান্নাহ ও চমককে বয়কটের ডাক নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ ও অভিনেত্রী চমককে কাজ না দেওয়ার জন্য মিডিয়া সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা নাকি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবন ভাঙচুরের ঘটনায় উল্ল

লোকেশন ট্র্যাকিং ও নম্বর ফাঁস! মামুন, বান্নাহ ও চমককে প্রকাশ্যে হুমকি
বিনোদন অঙ্গনে আতঙ্ক ছড়িয়ে এবার নির্মাতা অনন্য মামুন, মাবরুর রশিদ বান্নাহ এবং অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডাল্টন সৌভাতো হীরা’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেওয়া হয়। হুমকিদাতা দাবি করেছেন, ইতোমধ্যে অভিনেত্রী চমকের ফোন নম্বর ফাঁস করে দেওয়া হয়েছে এবং নির্মাতা বান্নাহর লোকেশন ট্র্যাক করা হচ্ছে। এর আগে একই অ্যাকাউন্ট থেকে ওসমান শরীফ হাদিকেও হুমকি দেওয়া হয়েছিল বলে জানা গেছে। অনন্য মামুনকে নিয়ে হুঁশিয়ারি নির্মাতা অনন্য মামুনকে উদ্দেশ্য করে ওই পোস্টে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। তাকে ‘পিম্প’ আখ্যা দিয়ে হুমকিদাতা লিখেছেন, “এই বাটপারের নাম উল্লেখ করতেও কাল ভুলে গেছিলাম। অনন্য মামুন-দ্য পিম্প। ও যেন সহি সালামতে ভালো থাকে। আর ওর ফিল্ম যেন কেউ প্রডিউস করার চেষ্টা না করে, করলে সেটা নিজ দায়িত্বে করবে।” বান্নাহ ও চমককে বয়কটের ডাক নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ ও অভিনেত্রী চমককে কাজ না দেওয়ার জন্য মিডিয়া সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা নাকি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবন ভাঙচুরের ঘটনায় উল্লাস প্রকাশ করেছিলেন। পোস্টে লেখা হয়েছে, “মাবরুর রশীদ বান্নাহ ও রুকাইয়া জাহান চমক, বঙ্গবন্ধুর ৩২ ভাঙার পর কুৎসিত উল্লাসকারী লাল বদর দুইজন। এদের যদি মিডিয়ায় কেউ কাজে ডাকার চেষ্টা করেন- তাহলে সেটা নিজ দায়িত্বে ডাকবেন। এই নব্য রাজাকারদের কাজে নেওয়ার ফলে আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হলে সেটার দায়িত্ব কারো না।” আইটি টিম দিয়ে ট্র্যাকিংয়ের দাবি হুমকির মাত্রা আরও বাড়িয়ে ওই পোস্টে দাবি করা হয়, তাদের আইটি টিম এই তারকাদের ওপর নজরদারি করছে। লেখা হয়েছে, “এই দুই লাল বদরের যাবতীয় এক্সেস ট্রেস করা হবে। আমাদের আইটি টিমের মাধ্যমে সেটা আমাদের হাতে চলে আসবে। এই দুইজনের প্রাপ্য তাদেরকেই বুঝায় দেওয়া হবে।” ইতোমধ্যে চমকের ব্যক্তিগত ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে এবং বান্নাহ কোথায় অবস্থান করছেন তা ট্র্যাক করা হচ্ছে বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়। সামাজিক মাধ্যমে এমন প্রকাশ্য হুমকিতে শোবিজ অঙ্গনে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow