শততম টেস্টের পর বড় সুখবর পেলেন মুশফিক

মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট—বাংলাদেশ ক্রিকেটের জন্য যেমন গুরুত্বপূর্ণ, মুশফিকুর রহিমের নিজের ক্যারিয়ারের জন্যও তা রীতিমতো এক বিশেষ অধ্যায়। ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি, অভিজ্ঞতার সঙ্গে দায়িত্বশীলতার অনবদ্য মিশ্রণ—সব মিলিয়ে এই সিরিজ যেন নতুন করে মনে করিয়ে দিল, তিন ফরম্যাটের ভিড়েও লাল বলের সফর মুশফিকের জন্য এখনো কতটা আপন। সেই পারফরম্যান্সের পুরস্কার এবার মিলল আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়েও। আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ৭ ধাপ লাফিয়ে উঠে বর্তমানে ৩০ নম্বরে অবস্থান করছেন মুশফিক—যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। অভিজ্ঞতার সঙ্গে সাম্প্রতিক ধারাবাহিকতাই তাকে আবারও শীর্ষ সারিতে ফিরিয়ে এনেছে। একই ম্যাচে শতকের দেখা পাওয়া লিটন দাসও পিছিয়ে নেই। ব্যাট হাতে দারুণ ইনিংস খেলায় ৮ ধাপ এগিয়ে লিটন এখন ৩৭-এ। টেস্টে তার ক্রমাগত উন্নতির প্রতিফলনই এই অগ্রগতি। আরেক ডিপেন্ডেবেল মুমিনুল হকও ৮ ধাপ উঠে এখন ৪৬ নম্বর স্থানে। টপ অর্ডারে ফিরে পাওয়া আত্মবিশ্বাস যেন র‍্যাঙ্কিংয়েও দৃশ্যমান। যুবাদের মধ্যেও উন্নতি আছে। ওপেনার মাহমুদুল হাসান জয় ২ ধাপ এগিয়ে পৌঁছেছেন ৭২ ন

শততম টেস্টের পর বড় সুখবর পেলেন মুশফিক

মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট—বাংলাদেশ ক্রিকেটের জন্য যেমন গুরুত্বপূর্ণ, মুশফিকুর রহিমের নিজের ক্যারিয়ারের জন্যও তা রীতিমতো এক বিশেষ অধ্যায়। ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি, অভিজ্ঞতার সঙ্গে দায়িত্বশীলতার অনবদ্য মিশ্রণ—সব মিলিয়ে এই সিরিজ যেন নতুন করে মনে করিয়ে দিল, তিন ফরম্যাটের ভিড়েও লাল বলের সফর মুশফিকের জন্য এখনো কতটা আপন। সেই পারফরম্যান্সের পুরস্কার এবার মিলল আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়েও।

আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ৭ ধাপ লাফিয়ে উঠে বর্তমানে ৩০ নম্বরে অবস্থান করছেন মুশফিক—যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। অভিজ্ঞতার সঙ্গে সাম্প্রতিক ধারাবাহিকতাই তাকে আবারও শীর্ষ সারিতে ফিরিয়ে এনেছে।

একই ম্যাচে শতকের দেখা পাওয়া লিটন দাসও পিছিয়ে নেই। ব্যাট হাতে দারুণ ইনিংস খেলায় ৮ ধাপ এগিয়ে লিটন এখন ৩৭-এ। টেস্টে তার ক্রমাগত উন্নতির প্রতিফলনই এই অগ্রগতি। আরেক ডিপেন্ডেবেল মুমিনুল হকও ৮ ধাপ উঠে এখন ৪৬ নম্বর স্থানে। টপ অর্ডারে ফিরে পাওয়া আত্মবিশ্বাস যেন র‍্যাঙ্কিংয়েও দৃশ্যমান।

যুবাদের মধ্যেও উন্নতি আছে। ওপেনার মাহমুদুল হাসান জয় ২ ধাপ এগিয়ে পৌঁছেছেন ৭২ নম্বরে।

ব্যাটিংয়ের মতো বোলিংয়েও বড় সুখবর এসেছে বাংলাদেশের। মিরপুরে রেকর্ড গড়া বোলিংয়ে ম্যাচের সেরা পারফরমার তাইজুল ইসলাম টেস্ট বোলারদের তালিকায় ৪ ধাপ এগিয়ে এখন ১৫ নম্বরে। দীর্ঘদিন পরে বাংলাদেশের কোনো বোলার এতটা উঁচুতে অবস্থান করলেন—এখন টেস্ট র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা বোলার তিনিই।

ব্যাটিং, বোলিং—দুই তালিকাতেই বাংলাদেশের একাধিক ক্রিকেটারের একসঙ্গে উন্নতি টেস্ট দলে ধীরে ধীরে জমে ওঠা আত্মবিশ্বাসেরই প্রতিচ্ছবি। মিরপুরের সেই স্মরণীয় টেস্ট এখন শুধু জয় দিয়েই নয়, বরং আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়েও এনে দিল একগুচ্ছ উজ্জ্বল খবর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow