শরতের চিঠি
শহরের বড় বড় অট্টালিকাগুলোর ছাদে থেমে গিয়েছে স্বপ্নবাজের ঠিকানা। জানালায় উঁকি না দিলে চাঁদের নয়নাভিরাম হয় না। আলো নেই, শোভা নেই আজ আর চাঁদ ওঠেনি। মস্ত বড় অসুর গ্রাস করেছে তার তেজকে। দেবতারা মানতে পারছে না পরাজয়। তাই একের পর এক শক্তির প্রদর্শন মনুষ্য চোখেও চিড়ে দেওয়ার মতো আঘাত হানছে। সেদিন পবনদেবের সঙ্গে বরুণদেবের যৌথ প্রয়াসে শীতলতা বরণ করেছে। আয়েশে ঘুমিয়ে পড়েছে চেতনাগুলো।
শহরের বড় বড় অট্টালিকাগুলোর ছাদে থেমে গিয়েছে স্বপ্নবাজের ঠিকানা। জানালায় উঁকি না দিলে চাঁদের নয়নাভিরাম হয় না। আলো নেই, শোভা নেই আজ আর চাঁদ ওঠেনি। মস্ত বড় অসুর গ্রাস করেছে তার তেজকে। দেবতারা মানতে পারছে না পরাজয়। তাই একের পর এক শক্তির প্রদর্শন মনুষ্য চোখেও চিড়ে দেওয়ার মতো আঘাত হানছে। সেদিন পবনদেবের সঙ্গে বরুণদেবের যৌথ প্রয়াসে শীতলতা বরণ করেছে। আয়েশে ঘুমিয়ে পড়েছে চেতনাগুলো।