শরীয়তপুরে খালেদা জিয়ার আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া

শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) মাগরিববাদ ফতেজঙ্গপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে অন্তত দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন। স্থানীয় নেতারা জানান, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া কিছুদিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতির খবরে সমগ্র দেশে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ উদ্বিগ্ন। তাই তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শাওন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মানিক হাওলাদার। এ ছাড়া ভোজেশ্বর ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক সোনাই মিয়া, ফতেজঙ্গপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুম মোল্লা ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

শরীয়তপুরে খালেদা জিয়ার আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া

শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ ডিসেম্বর) মাগরিববাদ ফতেজঙ্গপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে অন্তত দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন।

স্থানীয় নেতারা জানান, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া কিছুদিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতির খবরে সমগ্র দেশে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ উদ্বিগ্ন। তাই তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শাওন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মানিক হাওলাদার। এ ছাড়া ভোজেশ্বর ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক সোনাই মিয়া, ফতেজঙ্গপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুম মোল্লা ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow