শাকসু স্থগিতে হাইকোর্টে রিট, ছাত্রদলের কমিশন ঘেরাও

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ। রোববার (১৮ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন বলে জানা যায়। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। রিটে বলা হয়েছে, নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। এ অবস্থায় শাকসু নির্বাচন হতে দেওয়া আইনসংগত নয়। আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন হওয়ার কথা রয়েছে। এদিকে সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের অনুমতি দিয়ে ইসির প্রজ্ঞাপনকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে প্রত্যাহার এর দাবিতে আন্দোলন করছে ছাত্রদল। শাকসু স্থগিতের দাবিতে ছাত্রদলের এ অবস্থান কর্মসূচির প্রতিবাদে দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারীরা বলেন, একটি পক্ষ শাকসু নির্বাচন বানচা

শাকসু স্থগিতে হাইকোর্টে রিট, ছাত্রদলের কমিশন ঘেরাও
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ। রোববার (১৮ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন বলে জানা যায়। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। রিটে বলা হয়েছে, নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। এ অবস্থায় শাকসু নির্বাচন হতে দেওয়া আইনসংগত নয়। আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন হওয়ার কথা রয়েছে। এদিকে সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের অনুমতি দিয়ে ইসির প্রজ্ঞাপনকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে প্রত্যাহার এর দাবিতে আন্দোলন করছে ছাত্রদল। শাকসু স্থগিতের দাবিতে ছাত্রদলের এ অবস্থান কর্মসূচির প্রতিবাদে দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারীরা বলেন, একটি পক্ষ শাকসু নির্বাচন বানচালের জন্য অনেক চেষ্টা করছে। আজ তারা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি দিয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রস্তুত আছি। অন্যদিকে শাবিপ্রবি ক্যাম্পাসে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস পদপ্রার্থী জহিরুল ইসলাম বলেন, সেন্ট্রাল থেকে আমাদের কিছু বলা হয়নি। তাই আমরা প্রচার চালিয়ে যাচ্ছি। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী মুস্তাকিম বিল্লাহ বলেন, আমি আসলে জানতাম না ছাত্রদল এ কর্মসূচি দিয়েছে। আমরা আজ সকাল ৮টা থেকে প্রচার শুরু করেছি। আমরা গতকাল থেকে একদিন প্রচারের সময় বাড়ানোর দাবি করেছিলাম, পরে নির্বাচন কমিশন একদিন সময় বাড়ায়। ছাত্রদল তাদের সাংগঠনিক সিদ্ধান্ত যে কোনো কিছু নিতে পারে, এটা তাদের অধিকার। আমরা আমাদের মতো সিদ্ধান্ত নিব এটা আমাদের অধিকার।  তিনি আরও বলেন, আমাদের এই প্যানেলটা শুধু ছাত্রদলের প্যানেল না, এখানে অনেক স্বতন্ত্র প্রার্থীও আছেন। আমরা যারা স্বতন্ত্র আছি আমরা আমাদের সিদ্ধান্ত নেব। সেন্ট্রাল থেকে আমাদের এমন কিছু বলা হয় নাই যে নির্বাচন হবে না বা বন্ধ করতে চাই। আমাদের এটাই বলা আছে যে আমরা প্রচার করবো এবং শাকসুতে ভালো কিছু করব। উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর আগামী ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত ৬টি কেন্দ্রের ১৭৮ বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow