শান্তিময় অহিংস শরীয়তপুর গড়তে দোয়া চাইলেন নুরুদ্দিন অপু
শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার মেলবন্ধনে একটি আধুনিক ও অহিংস শরীয়তপুর গড়ার জন্য সবার কাছে দোয়া চাইলেন শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। শুক্রবার (১৬ জানুয়ারি) শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন ধানকাটি ইউনিয়নের বাড়ৈকান্দি কালী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, শরীয়তপুরের মানুষ শান্তিপ্রিয় ও পরিশ্রমী। আমরা চাই এই জেলাটি হোক সম্প্রীতি, ভালোবাসা ও উন্নয়নের প্রতীক। রাজনীতি হবে সেবা ও মানবতার জন্য, প্রতিহিংসা বা বিভেদের জন্য নয়। তিনি বলেন, আজকের তরুণ প্রজন্মকে অহিংস আদর্শে এগিয়ে যেতে হবে। আমরা যদি ঘৃণার বদলে ভালোবাসাকে প্রাধান্য দিই, তাহলে শরীয়তপুর হবে দেশের একটি অনুকরণীয় জেলা। নুরুদ্দিন অপু বলেন, শান্তিময় শরীয়তপুর গড়তে হলে আমাদের প্রত্যেককে নিজের জায়গা থেকে সৎ ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সমাজের প্রতিটি মানুষ যদি অন্যের মঙ্গল কামনায় কাজ করে, তবে শরীয়তপুর একদিন
শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার মেলবন্ধনে একটি আধুনিক ও অহিংস শরীয়তপুর গড়ার জন্য সবার কাছে দোয়া চাইলেন শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
শুক্রবার (১৬ জানুয়ারি) শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন ধানকাটি ইউনিয়নের বাড়ৈকান্দি কালী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, শরীয়তপুরের মানুষ শান্তিপ্রিয় ও পরিশ্রমী। আমরা চাই এই জেলাটি হোক সম্প্রীতি, ভালোবাসা ও উন্নয়নের প্রতীক। রাজনীতি হবে সেবা ও মানবতার জন্য, প্রতিহিংসা বা বিভেদের জন্য নয়।
তিনি বলেন, আজকের তরুণ প্রজন্মকে অহিংস আদর্শে এগিয়ে যেতে হবে। আমরা যদি ঘৃণার বদলে ভালোবাসাকে প্রাধান্য দিই, তাহলে শরীয়তপুর হবে দেশের একটি অনুকরণীয় জেলা।
নুরুদ্দিন অপু বলেন, শান্তিময় শরীয়তপুর গড়তে হলে আমাদের প্রত্যেককে নিজের জায়গা থেকে সৎ ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সমাজের প্রতিটি মানুষ যদি অন্যের মঙ্গল কামনায় কাজ করে, তবে শরীয়তপুর একদিন সত্যিই হবে শান্তি ও সম্প্রীতির জেলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, তরুণ নেতা ও সাধারণ মানুষ। সবাই একবাক্যে জানান, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর এই শান্তির বার্তা সময়োপযোগী এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।
What's Your Reaction?