শান্তি আলোচনার মাঝেই রাশিয়া-ইউক্রেন দুই পক্ষের ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান শান্তি আলোচনা চলাকালে ইউক্রেন ও রাশিয়া পরস্পরের ওপর তীব্র ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের জাপোরিজঝিয়া এলাকায় রুশ হামলায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। বুধবার ভোরের এ হামলার পর একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে সমঝোতা প্রক্রিয়ায় “অগ্রগতি” হচ্ছে। তিনি আলোচনায় গতি আনতে বিশেষ দূত স্টিভ উইটকফকে রাশিয়ায় পাঠিয়েছেন, যেখানে তার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ইউক্রেনও জানায়, যুদ্ধাবসানের জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনার “মর্ম” তারা সমর্থন করে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইউরোপীয় রাজনীতিক ও গণমাধ্যম যুক্তরাষ্ট্রের শান্তি–উদ্যোগকে ব্যাহত করার চেষ্টা করছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলগোরোদ, ভোরোনেজ, লিপেতস্ক ও ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেনের চালানো হামলায় তারা ৩৩টি ড্রোন ভূপাতিত করেছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলার মধ্যেই শান্তি আলোচনার অগ্রগতির দাবি নিয়ে প্রশ্ন উঠছে।

শান্তি আলোচনার মাঝেই রাশিয়া-ইউক্রেন দুই পক্ষের ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান শান্তি আলোচনা চলাকালে ইউক্রেন ও রাশিয়া পরস্পরের ওপর তীব্র ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের জাপোরিজঝিয়া এলাকায় রুশ হামলায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। বুধবার ভোরের এ হামলার পর একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে সমঝোতা প্রক্রিয়ায় “অগ্রগতি” হচ্ছে। তিনি আলোচনায় গতি আনতে বিশেষ দূত স্টিভ উইটকফকে রাশিয়ায় পাঠিয়েছেন, যেখানে তার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ইউক্রেনও জানায়, যুদ্ধাবসানের জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনার “মর্ম” তারা সমর্থন করে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইউরোপীয় রাজনীতিক ও গণমাধ্যম যুক্তরাষ্ট্রের শান্তি–উদ্যোগকে ব্যাহত করার চেষ্টা করছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলগোরোদ, ভোরোনেজ, লিপেতস্ক ও ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেনের চালানো হামলায় তারা ৩৩টি ড্রোন ভূপাতিত করেছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলার মধ্যেই শান্তি আলোচনার অগ্রগতির দাবি নিয়ে প্রশ্ন উঠছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow