শাবিপ্রবি জিয়া পরিষদের সভাপতির সঙ্গে অশোভন আচরণের নিন্দা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কিছু ছাত্রের জিয়া পরিষদ শাবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিনের সঙ্গে অশোভন আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জিয়া পরিষদের ভারপাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব। মঙ্গলবার (২০ জানুয়ারি) সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে তারা বলেন, গতকাল সোমবার (১৯ জানুয়ারি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাংবাদিক সম্মেলনের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জিয়া পরিষদ শাবিপ্রবি সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিনের সঙ্গে কিছু শিক্ষার্থীর অশোভন আচরণ আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এই অনাকাঙ্ক্ষিত আচরণের ঘটনায় জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল লতিফ ও মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। তারা বলেন, একজন সিনিয়র শিক্ষক ও সম্মানিত শিক্ষাবিদের প্রতি প্রদর্শিত এ ধরনের অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই। তারা আরও বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, গণতান্ত্রিক পরিবেশে ভিন্ন মত পোষণ ও মত প্রকাশের অ

শাবিপ্রবি জিয়া পরিষদের সভাপতির সঙ্গে অশোভন আচরণের নিন্দা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কিছু ছাত্রের জিয়া পরিষদ শাবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিনের সঙ্গে অশোভন আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জিয়া পরিষদের ভারপাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে তারা বলেন, গতকাল সোমবার (১৯ জানুয়ারি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাংবাদিক সম্মেলনের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জিয়া পরিষদ শাবিপ্রবি সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিনের সঙ্গে কিছু শিক্ষার্থীর অশোভন আচরণ আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এই অনাকাঙ্ক্ষিত আচরণের ঘটনায় জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল লতিফ ও মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।

তারা বলেন, একজন সিনিয়র শিক্ষক ও সম্মানিত শিক্ষাবিদের প্রতি প্রদর্শিত এ ধরনের অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তারা আরও বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, গণতান্ত্রিক পরিবেশে ভিন্ন মত পোষণ ও মত প্রকাশের অধিকার সবার আছে। দেশের অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠে এমন জঘন্য ঘটনার ঘোর আপত্তি, প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। তারা অবিলম্বে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দুর্বৃত্তদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow