শাবিপ্রবি বন্ধুসভার আনন্দভ্রমণ
যাত্রাপথে সদস্যরা গান, আড্ডা ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজনের মাধ্যমে পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লালাখালের নীল জলের টানে সবার ক্লান্তি মিলিয়ে যায়। গন্তব্যে পৌঁছে নৌকাভ্রমণে অংশ নেন সবাই। নদীর দুই পাড়জুড়ে সবুজ পাহাড়, স্বচ্ছ জল ও নির্মল বাতাসে মুগ্ধ হন বন্ধুরা। প্রকৃতির ছবি তোলা, নৌকাভ্রমণ, জলকেলি ও দলীয় আলোচনা—সব মিলিয়ে আনন্দঘন সময় কাটে।
যাত্রাপথে সদস্যরা গান, আড্ডা ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজনের মাধ্যমে পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লালাখালের নীল জলের টানে সবার ক্লান্তি মিলিয়ে যায়। গন্তব্যে পৌঁছে নৌকাভ্রমণে অংশ নেন সবাই। নদীর দুই পাড়জুড়ে সবুজ পাহাড়, স্বচ্ছ জল ও নির্মল বাতাসে মুগ্ধ হন বন্ধুরা। প্রকৃতির ছবি তোলা, নৌকাভ্রমণ, জলকেলি ও দলীয় আলোচনা—সব মিলিয়ে আনন্দঘন সময় কাটে।