শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ নেতার পদত্যাগ
খুলনার কয়রায় আওয়ামী লীগের এক নেতা পদত্যাগ করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। পদত্যাগ করা ওই নেতার নাম মো. শাহাজান মোল্যা। তিনি উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই ইউনিয়নের পাতাখালী গ্রামের মৃত সাদেক মোল্যার ছেলে। সংবাদ সম্মেলনে মো. শাহাজান মোল্যা বলেন, সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি, পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করতে পারছি না। যে কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করলাম। তিনি আরও বলেন, বিগত দিনে মামলা-হামলার ভয় দেখিয়ে আমাকে ওই পদে রাখে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। কিন্তু বর্তমানে আমার পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভাব হচ্ছে না। এজন্য আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি।
খুলনার কয়রায় আওয়ামী লীগের এক নেতা পদত্যাগ করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগ করা ওই নেতার নাম মো. শাহাজান মোল্যা। তিনি উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই ইউনিয়নের পাতাখালী গ্রামের মৃত সাদেক মোল্যার ছেলে।
সংবাদ সম্মেলনে মো. শাহাজান মোল্যা বলেন, সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি, পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করতে পারছি না। যে কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করলাম।
তিনি আরও বলেন, বিগত দিনে মামলা-হামলার ভয় দেখিয়ে আমাকে ওই পদে রাখে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। কিন্তু বর্তমানে আমার পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভাব হচ্ছে না। এজন্য আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি।
What's Your Reaction?