শাহজালালের মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল
সংক্ষিপ্ত সফরে সিলেটে এসে হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ইউএস-বাংলার একটি ফ্লাইট তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে আসরের নামাজ পড়ে মাজার জিয়ারত করেন তিনি। সংক্ষিপ্ত সফরে হজরত শাহপরাণের (র.) মাজার জিয়ারতও করবেন বিএনপি মহাসচিব। পরে সন্ধ্যা ৬টায় নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। মির্জা ফখরুলকে স্বাগত জানাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমান বিএনপি নেতাকর্মীরা। পরে সেখান থেকে তাকে শাহজালালের মাজারে নিয়ে আসেন দলীয় নেতাকর্মীরা। আহমেদ জামিল/এসআর/এমএস
সংক্ষিপ্ত সফরে সিলেটে এসে হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ইউএস-বাংলার একটি ফ্লাইট তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে আসরের নামাজ পড়ে মাজার জিয়ারত করেন তিনি।
সংক্ষিপ্ত সফরে হজরত শাহপরাণের (র.) মাজার জিয়ারতও করবেন বিএনপি মহাসচিব। পরে সন্ধ্যা ৬টায় নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
মির্জা ফখরুলকে স্বাগত জানাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমান বিএনপি নেতাকর্মীরা। পরে সেখান থেকে তাকে শাহজালালের মাজারে নিয়ে আসেন দলীয় নেতাকর্মীরা।
আহমেদ জামিল/এসআর/এমএস
What's Your Reaction?