শাহীন শিক্ষা পরিবারের শিক্ষার্থীদের ‘স্মৃতিমিলন-২০২৫’ অনুষ্ঠিত

শাহীন ক্যাডেট কোচিংয়ের প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ‘স্মৃতিমিলন–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ‘স্মৃতি জাগুক স্কুল জীবনের, বন্ধন হোক আরও গভীর’—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর উত্তরা সেক্টর–৭ এ অবস্থিত শাহীন শিক্ষা পরিবারের কর্পোরেট কার্যালয়ে এ পুনর্মিলনী আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন শাহীন কোচিংয়ের প্রথম চারটি ব্যাচের শিক্ষার্থীরা। তারা ১৯৯২, ১৯৯৩, ১৯৯৪ ও ১৯৯৫ সালের ব্যাচের সদস্য এবং এসএসসি পরীক্ষা দিয়েছেন যথাক্রমে ১৯৯৮, ১৯৯৯, ২০০০ ও ২০০১ সালে। দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর পর প্রায় ১০০ জন প্রাক্তন শিক্ষার্থী তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে একত্রিত হয়ে স্মৃতি ও বন্ধনের টানে মিলিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন, চেয়ারম্যান, শাহীন শিক্ষা পরিবার ও প্রেসিডেন্ট, সেফ ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহবুবুর রহমান সেলিম, ব্যবস্থাপনা পরিচালক, শাহীন শিক্ষা পরিবার এবং মুহাম্মদ আনোয়ার হোসেন আসলাম, নির্বাহী পরিচালক, শাহীন শিক্ষা পরিবার। বক্তারা বলেন, শাহীন শিক্ষা পরিবার আজ দেশের শীর্ষস্থানীয় শিক্ষা ব্র্যান্ডে পরিণত হলেও এর অগ

শাহীন শিক্ষা পরিবারের শিক্ষার্থীদের ‘স্মৃতিমিলন-২০২৫’ অনুষ্ঠিত

শাহীন ক্যাডেট কোচিংয়ের প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ‘স্মৃতিমিলন–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ‘স্মৃতি জাগুক স্কুল জীবনের, বন্ধন হোক আরও গভীর’—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর উত্তরা সেক্টর–৭ এ অবস্থিত শাহীন শিক্ষা পরিবারের কর্পোরেট কার্যালয়ে এ পুনর্মিলনী আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশ নেন শাহীন কোচিংয়ের প্রথম চারটি ব্যাচের শিক্ষার্থীরা। তারা ১৯৯২, ১৯৯৩, ১৯৯৪ ও ১৯৯৫ সালের ব্যাচের সদস্য এবং এসএসসি পরীক্ষা দিয়েছেন যথাক্রমে ১৯৯৮, ১৯৯৯, ২০০০ ও ২০০১ সালে। দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর পর প্রায় ১০০ জন প্রাক্তন শিক্ষার্থী তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে একত্রিত হয়ে স্মৃতি ও বন্ধনের টানে মিলিত হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন, চেয়ারম্যান, শাহীন শিক্ষা পরিবার ও প্রেসিডেন্ট, সেফ ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহবুবুর রহমান সেলিম, ব্যবস্থাপনা পরিচালক, শাহীন শিক্ষা পরিবার এবং মুহাম্মদ আনোয়ার হোসেন আসলাম, নির্বাহী পরিচালক, শাহীন শিক্ষা পরিবার।

বক্তারা বলেন, শাহীন শিক্ষা পরিবার আজ দেশের শীর্ষস্থানীয় শিক্ষা ব্র্যান্ডে পরিণত হলেও এর অগ্রযাত্রার ভিত্তি রচনা করেছেন প্রথম দিকের ব্যাচের শিক্ষার্থীরাই। তাঁদের নিষ্ঠা, মেধা, শৃঙ্খলা, ত্যাগ ও অর্জনের মধ্য দিয়েই আজকের শাহীন শিক্ষা পরিবারের দৃঢ় ভিত গড়ে উঠেছে। সেই অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই এ পুনর্মিলনী আয়োজন করা হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠানে ছিল পুরনো সহপাঠীদের স্মৃতিময় পুনর্মিলন, ক্যাম্পাস ও শিক্ষাজীবনের স্মৃতিচারণ, গল্প-আড্ডা ও অভিজ্ঞতা বিনিময়, শিক্ষাজীবন-পরবর্তী সফলতার গল্প এবং অনুপ্রেরণামূলক বক্তব্য।

এ ছাড়া চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীনের সঙ্গে একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে ভবিষ্যৎ পরিকল্পনা, স্বপ্ন ও দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow