শিক্ষিত ও সুশৃঙ্খল প্রজন্মই জাতির ভবিষ্যৎ নির্মাণ করে : ব্যারিস্টার মীর হেলাল

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলেছেন, তোমরা নিজেকে যত বেশি যোগ্য ও সৎভাবে গড়ে তুলবে, দেশ তত বেশি আলোকিত হবে। শিক্ষিত ও সুশৃঙ্খল প্রজন্মই জাতির ভবিষ্যৎ নির্মাণ করে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, শিক্ষা, সংস্কৃতি, মানবিকতা, সামাজিকতা, আচার-আচরণ, পরিবেশ ও প্রতিবেশগত কারণে হাটহাজারী একটি ঐতিহ্যবাহী সমৃদ্ধ এলাকা। পাহাড় ঘেরা হালদা নদী বিধৌত হাটহাজারী উপজেলা নানান মাত্রিক জ্ঞান-বিদ্যার এক অনন্য পাদপীঠ। ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় হাটহাজারীর ঐতিহ্যের অংশ। আগামী দিনে বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার পরিচালনা করার দায়িত্ব পেলে ১৩০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ তথা সরকারীকর

শিক্ষিত ও সুশৃঙ্খল প্রজন্মই জাতির ভবিষ্যৎ নির্মাণ করে : ব্যারিস্টার মীর হেলাল

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলেছেন, তোমরা নিজেকে যত বেশি যোগ্য ও সৎভাবে গড়ে তুলবে, দেশ তত বেশি আলোকিত হবে। শিক্ষিত ও সুশৃঙ্খল প্রজন্মই জাতির ভবিষ্যৎ নির্মাণ করে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, শিক্ষা, সংস্কৃতি, মানবিকতা, সামাজিকতা, আচার-আচরণ, পরিবেশ ও প্রতিবেশগত কারণে হাটহাজারী একটি ঐতিহ্যবাহী সমৃদ্ধ এলাকা। পাহাড় ঘেরা হালদা নদী বিধৌত হাটহাজারী উপজেলা নানান মাত্রিক জ্ঞান-বিদ্যার এক অনন্য পাদপীঠ। ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় হাটহাজারীর ঐতিহ্যের অংশ। আগামী দিনে বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার পরিচালনা করার দায়িত্ব পেলে ১৩০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ তথা সরকারীকরণের উদ্যোগ নেব।

তিনি আরও বলেন, আমি গর্বের সঙ্গে বলতে পারি, পুরো হাটহাজারী সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। রাজনৈতিক, সামাজিক বা ধর্মীয় কোনো কারণেই এই সম্প্রীতি যেন বিঘ্নিত না হয় এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন হাটহাজারী সরকারি কলেজের অধ্যাপক আবদুল্লাহ আল আহসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য ফজল করিম চৌধুরী, মেখল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, আইয়ুব খান, গাজী মোহাম্মদ ইউসুফ ও সৈয়দ মোহাম্মদ মহসিন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow