শীতের চাদরে মায়ায় টান
‘শীতের চাদরে মায়ায় টান, কুয়াশা উৎসবে মেতে ওঠে প্রাণ’ স্লোগানে ২২ জানুয়ারি এমনই পরিবেশে কুয়াশা উৎসবের আয়োজন করে নোয়াখালী বন্ধুসভা। সভাপতি আসিফ আহমেদ ও সাধারণ সম্পাদক সানি তামজীদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোহাম্মদ শিমুল।
What's Your Reaction?