শীতের শুরুতেই মেহজাবীনের এলিগ্যান্ট কম্বো
মেহজাবীনকে সবসময়ই দেখা যায় পরিমিত ফ্যাশনে, যেখানে আভিজাত্য আসে বিনা চেষ্টায় আর সৌন্দর্য ফুটে ওঠে স্বাভাবিকতায়। ঠিক সেই বৈশিষ্ট্যটাই আরও উজ্জ্বলভাবে ধরা দিয়েছে এই ফটোশুটের লুকে। ডেনিমের গাঢ় নীল করসেট-স্টাইল টপের সঙ্গে তিনি বেছে নিয়েছেন ক্রিম-হিউর নরম নিটেড কার্ডিগান ও স্কার্ট-যার মোলায়েম নকশা যেন পুরো লুককেই দিয়েছে এক উষ্ণ, স্নিগ্ধ অনুভূতি। শীতের শুরুতে আরাম আর আভিজাত্য দুটোই চাই। আর ঠিক সেই ভারসাম্যটাকেই দারুণভাবে ফুটিয়ে তুলেছে মেহজাবীনের এই লুক। ডেনিমের গাঢ় নীল করসেট-স্টাইল টপকে ঘিরে সাজানো হয়েছে পুরো আউটফিট; যার ওপর জড়িয়ে আছে উষ্ণ ক্রিম–হিউর নিটেড কার্ডিগান আর স্কার্ট। নরম বোনা নকশার কারিগরিতে যা চোখে পড়ে প্রথমেই। রঙ-বৈচিত্র্য না রেখে মাত্র দু’টি টোনে তৈরি লুকটিকে তাই মনে হয় আরও পরিশীলিত ও মধুর। ডেনিমের দৃঢ়তা আর নিট পোশাকের কোমলতা-এই দুই বিপরীত উপাদান একসঙ্গে এলেই তৈরি হয় নতুন ধরনের ফ্যাশন ল্যাঙ্গুয়েজ। এখানে টপটির স্ট্রাকচার্ড কাট ও বোল্ড বাটন ডিটেইল এটিকে করে তুলেছে আধুনিক; আবার ওপরে দেওয়া হালকা ঢিলেঢালা কার্ডিগান পুরো লুকে এনে দেয় এক স্বস্তির পরশ। অ্যাক্সেসরিজ বেছে নেওয়ায় ছিল পর
মেহজাবীনকে সবসময়ই দেখা যায় পরিমিত ফ্যাশনে, যেখানে আভিজাত্য আসে বিনা চেষ্টায় আর সৌন্দর্য ফুটে ওঠে স্বাভাবিকতায়। ঠিক সেই বৈশিষ্ট্যটাই আরও উজ্জ্বলভাবে ধরা দিয়েছে এই ফটোশুটের লুকে। ডেনিমের গাঢ় নীল করসেট-স্টাইল টপের সঙ্গে তিনি বেছে নিয়েছেন ক্রিম-হিউর নরম নিটেড কার্ডিগান ও স্কার্ট-যার মোলায়েম নকশা যেন পুরো লুককেই দিয়েছে এক উষ্ণ, স্নিগ্ধ অনুভূতি।
শীতের শুরুতে আরাম আর আভিজাত্য দুটোই চাই। আর ঠিক সেই ভারসাম্যটাকেই দারুণভাবে ফুটিয়ে তুলেছে মেহজাবীনের এই লুক। ডেনিমের গাঢ় নীল করসেট-স্টাইল টপকে ঘিরে সাজানো হয়েছে পুরো আউটফিট; যার ওপর জড়িয়ে আছে উষ্ণ ক্রিম–হিউর নিটেড কার্ডিগান আর স্কার্ট। নরম বোনা নকশার কারিগরিতে যা চোখে পড়ে প্রথমেই। রঙ-বৈচিত্র্য না রেখে মাত্র দু’টি টোনে তৈরি লুকটিকে তাই মনে হয় আরও পরিশীলিত ও মধুর।
ডেনিমের দৃঢ়তা আর নিট পোশাকের কোমলতা-এই দুই বিপরীত উপাদান একসঙ্গে এলেই তৈরি হয় নতুন ধরনের ফ্যাশন ল্যাঙ্গুয়েজ। এখানে টপটির স্ট্রাকচার্ড কাট ও বোল্ড বাটন ডিটেইল এটিকে করে তুলেছে আধুনিক; আবার ওপরে দেওয়া হালকা ঢিলেঢালা কার্ডিগান পুরো লুকে এনে দেয় এক স্বস্তির পরশ।
অ্যাক্সেসরিজ বেছে নেওয়ায় ছিল পরিমিত সৌন্দর্যের ছোঁয়া। সূক্ষ্ম পার্ল–ইয়াররিংস, হাতভর্তি সোনালি ব্রেসলেট আর ন্যাচারাল মেকআপ, সব মিলিয়ে একটি ওভারঅল ‘সফট গ্ল্যাম’ ভাব।
খোলা চুলের স্বাভাবিক উড়ন্ত ভঙ্গি পুরো স্টেটমেন্টটিকে করেছে আরও নিরীহ অথচ আকর্ষক।
ফুল হাতে রাখা বা পাশে রাখা ছোট ছোট প্রপ লুকটিকে শুধু সুন্দরই করেনি এতে যোগ হয়েছে এক ধরনের শীতল, নারীত্বপূর্ণ অনুভূতি। যেন ঘরোয়া আর আরামদায়ক সন্ধ্যায় সাজগোজেরও কতখানি শিল্প হতে পারে তারই নিখুঁত প্রমাণ এই ফ্যাশন দৃশ্য।
নভেম্বরের নরম হাওয়া কিংবা শীতের প্রথমদিকের যেকোনো ক্যাজুয়াল–এলিগ্যান্ট আউটিংয়ের জন্য এই ধরণের বোনা পোশাক ও ডেনিমের কম্বিনেশন নিঃসন্দেহে অনন্য অনুপ্রেরণা হতে পারে।
আরাম, সৌন্দর্য ও কাঠামোগত স্টাইল সবকিছুরই এক ভারসাম্যপূর্ণ মিলনের এ লুকে যেন কোনো অতিরিক্ত চেষ্টা নেই, বরং স্বাভাবিকতার মধ্যেই রয়েছে তার শক্তি।
জেএস/
What's Your Reaction?