শীতে গরম পানি পানের ৭ উপকারিতা

অনেকে সকালে ঘুম ভাঙতেই বা রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম পানি পান করতে ভালোবাসেন। অনেকেরই মনে হয়, গরম পানি শরীরকে আরাম দেয়, হজমে সাহায্য করে এবং ঠান্ডা-কাশির সময় স্বস্তি আনে। আর আসছে শীত, এখন গরম পানি সবারই ভরসা। বৈজ্ঞানিক ব্যাখ্যা সব সময় খুব শক্ত নয়, তবে বাস্তবে গরম পানি অনেকেরই ভালো লাগে এবং শরীরেও কিছু ইতিবাচক প্রভাব ফেলে। চলুন, গরম পানি পানের পরিচিত কয়েকটি উপকারিতা সহজভাবে জেনে নিই—  নাক বন্ধ ও মাথাব্যথায় আরাম : ঠান্ডা লাগা বা আবহাওয়ার কারণে নাক বন্ধ হলে হালকা গরম পানির ভাপ নেওয়া খুবই আরাম দেয়। এতে সাইনাস খুলে যায়, শ্বাস নিতে সুবিধা হয় এবং মাথাব্যথাও কিছুটা কমে। গরম পানি পান করলেও গলা উষ্ণ থাকে, ফলে শ্লেষ্মা জমে গলা ব্যথা হওয়ার সম্ভাবনা কমে। হজমে সহায়তা : পানি স্বাভাবিকভাবেই হজম প্রক্রিয়া ঠিক রাখে। অনেকেই বলেন, গরম পানি পেটে আরাম দেয় এবং খাবার হজম হতে সাহায্য করে। যদিও এই বিষয়ে আরও গবেষণা দরকার, তবুও কিছু গবেষণায় দেখা গেছে গরম পানি অন্ত্রে গ্যাস কমাতে সাহায্য করতে পারে। স্নায়ুর কার্যকারিতা উন্নত করে : পর্যাপ্ত পানি না খেলে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র ঠিক মতো কাজ করতে পারে না। কিছু গ

শীতে গরম পানি পানের ৭ উপকারিতা
অনেকে সকালে ঘুম ভাঙতেই বা রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম পানি পান করতে ভালোবাসেন। অনেকেরই মনে হয়, গরম পানি শরীরকে আরাম দেয়, হজমে সাহায্য করে এবং ঠান্ডা-কাশির সময় স্বস্তি আনে। আর আসছে শীত, এখন গরম পানি সবারই ভরসা। বৈজ্ঞানিক ব্যাখ্যা সব সময় খুব শক্ত নয়, তবে বাস্তবে গরম পানি অনেকেরই ভালো লাগে এবং শরীরেও কিছু ইতিবাচক প্রভাব ফেলে। চলুন, গরম পানি পানের পরিচিত কয়েকটি উপকারিতা সহজভাবে জেনে নিই—  নাক বন্ধ ও মাথাব্যথায় আরাম : ঠান্ডা লাগা বা আবহাওয়ার কারণে নাক বন্ধ হলে হালকা গরম পানির ভাপ নেওয়া খুবই আরাম দেয়। এতে সাইনাস খুলে যায়, শ্বাস নিতে সুবিধা হয় এবং মাথাব্যথাও কিছুটা কমে। গরম পানি পান করলেও গলা উষ্ণ থাকে, ফলে শ্লেষ্মা জমে গলা ব্যথা হওয়ার সম্ভাবনা কমে। হজমে সহায়তা : পানি স্বাভাবিকভাবেই হজম প্রক্রিয়া ঠিক রাখে। অনেকেই বলেন, গরম পানি পেটে আরাম দেয় এবং খাবার হজম হতে সাহায্য করে। যদিও এই বিষয়ে আরও গবেষণা দরকার, তবুও কিছু গবেষণায় দেখা গেছে গরম পানি অন্ত্রে গ্যাস কমাতে সাহায্য করতে পারে। স্নায়ুর কার্যকারিতা উন্নত করে : পর্যাপ্ত পানি না খেলে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র ঠিক মতো কাজ করতে পারে না। কিছু গবেষণায় দেখা গেছে, গরম পানি পান করলে স্নায়ুতন্ত্র সক্রিয় হয় এবং মেজাজও ভালো লাগে। কোষ্ঠকাঠিন্য দূরে রাখতে সহায়ক : শরীরে পানির ঘাটতি হলে কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বেশি পানি—বিশেষ করে গরম পানি, মল নরম করতে সাহায্য করে এবং স্বাভাবিকভাবে মলত্যাগ করতে সুবিধা হয়। হাইড্রেটেড থাকতে সাহায্য করে : ঠান্ডা পানি শরীরকে দ্রুত রিহাইড্রেট করলেও গরম পানি পান করলেও শরীরের প্রয়োজনীয় জলভাব ঠিক থাকে। প্রতিদিন যথেষ্ট পানি পান করলে শরীর সতেজ ও সক্রিয় থাকে। ঠান্ডায় কাঁপুনি কমায় : ঠান্ডা আবহাওয়ায় শরীর যখন কাঁপতে শুরু করে, তখন এক গ্লাস গরম পানি শরীরকে ভেতর থেকে উষ্ণতায় ভরিয়ে কাঁপুনি কমাতে সাহায্য করে। রক্ত সঞ্চালন ভালো করে : গরম পানি দিয়ে গোসল করলে যেমন রক্তনালি শিথিল হয় ও রক্ত সঞ্চালন বেড়ে যায়, তেমনি গরম পানি পান করলেও অনেক সময় শরীরে রক্তপ্রবাহ ভালো হতে পারে। যদিও এ নিয়ে গবেষণা সীমিত, তবুও অনেকেই এ সুবিধা অনুভব করেন। সূত্র : Healthline

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow