শুক্রবারও কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে শুক্রবার স্বর্ণের দাম ১ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। এর ফলে সপ্তাহজুড়ে নিম্নমুখী প্রবণতা বজায় রেখেছে মূলবান ধাতুটি। সর্বশেষ মার্কিন প্রতিবেদন ফেডারেল রিজার্ভের ডিসেম্বর মাসে সুদের হার কমানোর সম্ভাবনাকে দূরে ঠেলে দেওয়ার প্রভাবে দাম কমছে। খবর রয়টার্সের।  শুক্রবার জিএমটি ১২টা ১৩ পর্যন্ত স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৪,০৩৯.৭৯ ডলার। সপ্তাহের হিসেবে মূল্যপতনও শূন্য দশমিক ৯ শতাংশ। ডিসেম্বর সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারও শূন্য দশমিক ৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,০৩৭.১০ ডলারে নেমে আসে। উইজডমট্রির কমোডিটি কৌশলবিদ নিটেশ শাহ বলেন, “শ্রমবাজারের শক্তিশালী তথ্য সুদের হার কমানোর সম্ভাবনাকে প্রায় ভেস্তে দিয়েছে। মূলত এ কারণেই স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।” বিশ্লেষকদের মতে, সুদের হার হ্রাসের সম্ভাবনা কমে গেলে বিনিয়োগকারীরা সুদ না-দেওয়া সম্পদ যেমন স্বর্ণ থেকে মুখ ফিরিয়ে নেন, যার প্রতিফলন দেখা যাচ্ছে বর্তমান বাজারে। এদিকে দেশের বাজারে শুক্রবার (২১ নভেম্বর) স্বর্ণ ভরিতে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা বিক্রি হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বর্ণ ভরিতে ১ হাজার

শুক্রবারও কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে শুক্রবার স্বর্ণের দাম ১ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। এর ফলে সপ্তাহজুড়ে নিম্নমুখী প্রবণতা বজায় রেখেছে মূলবান ধাতুটি। সর্বশেষ মার্কিন প্রতিবেদন ফেডারেল রিজার্ভের ডিসেম্বর মাসে সুদের হার কমানোর সম্ভাবনাকে দূরে ঠেলে দেওয়ার প্রভাবে দাম কমছে। খবর রয়টার্সের। 

শুক্রবার জিএমটি ১২টা ১৩ পর্যন্ত স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৪,০৩৯.৭৯ ডলার। সপ্তাহের হিসেবে মূল্যপতনও শূন্য দশমিক ৯ শতাংশ। ডিসেম্বর সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারও শূন্য দশমিক ৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,০৩৭.১০ ডলারে নেমে আসে।

উইজডমট্রির কমোডিটি কৌশলবিদ নিটেশ শাহ বলেন, “শ্রমবাজারের শক্তিশালী তথ্য সুদের হার কমানোর সম্ভাবনাকে প্রায় ভেস্তে দিয়েছে। মূলত এ কারণেই স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।”

বিশ্লেষকদের মতে, সুদের হার হ্রাসের সম্ভাবনা কমে গেলে বিনিয়োগকারীরা সুদ না-দেওয়া সম্পদ যেমন স্বর্ণ থেকে মুখ ফিরিয়ে নেন, যার প্রতিফলন দেখা যাচ্ছে বর্তমান বাজারে।

এদিকে দেশের বাজারে শুক্রবার (২১ নভেম্বর) স্বর্ণ ভরিতে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা বিক্রি হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বর্ণ ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow