শুটার ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের মা-বাবাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।  মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার দুজন হলেন—ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগম (৬০)।  এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে র‍্যাব-১০-এর একটি দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ হাউজিং এলাকা থেকে শুটার ফয়সালের ভাই হাসান মাহমুদের বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দেশের বর্তমান চাঞ্চল্যকর এ হত্যাচেষ্টা মামলার আসামি ফয়সালের বাবা ও মাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, ফয়সালের বাবা-মাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এর আগে নারায়ণগঞ্জ থেকে ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালককে গ্র

শুটার ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের মা-বাবাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুজন হলেন—ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগম (৬০)। 

এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে র‍্যাব-১০-এর একটি দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ হাউজিং এলাকা থেকে শুটার ফয়সালের ভাই হাসান মাহমুদের বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দেশের বর্তমান চাঞ্চল্যকর এ হত্যাচেষ্টা মামলার আসামি ফয়সালের বাবা ও মাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, ফয়সালের বাবা-মাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে নারায়ণগঞ্জ থেকে ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালককে গ্রেপ্তার করা হয়েছিল। এ ছাড়া হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজনকে, সহযোগী কবীর ও ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে সীমান্ত থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার রাতে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলাটি করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow