শূকর ধরতে গিয়ে কামড় খেলেন বনকর্মীরা

খেতের ফসল নষ্ট করছিল একদল শূকর। আর এ থেকে রক্ষা পেতে বনকর্মীদের সহযোগিতা চাওয়া হয়। কিন্তু ঘুণাক্ষরেও বনকর্মীরা বুঝতে পারেননি যে তাদের সমানে বড় বিপদ অপেক্ষা করছে। দলবল নিয়ে বনকর্মীরা শূকর ধরতে গেলেই ঘটে বিপত্তি। একটি শূকর তেড়ে এসে বনকর্মীদের একজনকে মাটিতে ফেলে কামড়াতে থাকে। এ সময় অন্যরা তাকে বাঁচানোর জন্য লাঠিসোঁটা নিয়ে ওই শূকরটির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং বেদমভাবে পেটাতে থাকে। কিন্তু এরপরও শূকরটি পালিয়ে না গিয়ে ওই ব্যক্তিকে কামড়াতে থাকে। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বাদুয়ান জেলায়।  এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই রীতিমতো তা ভাইরাল হয়ে যায়। এতে দেখা গেছে, বনকর্মীরা একটি শূকরকে বেদম পেটাচ্ছে। এ সময় আরেকজন বনকর্মী শূকরের কামড় থেকে বাঁচার জন্য প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন। এক পর্যায়ে শূকরটি বনকর্মীকে ছেড়ে পালিয়ে যায়।  এদিকে সহকর্মীকে ফেলে পালিয়ে না গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করায় বনকর্মীদের প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, তাদের এ ধরনের সাহসিকতা সত্যিই প্রশংসার দাবি রাখে।

শূকর ধরতে গিয়ে কামড় খেলেন বনকর্মীরা

খেতের ফসল নষ্ট করছিল একদল শূকর। আর এ থেকে রক্ষা পেতে বনকর্মীদের সহযোগিতা চাওয়া হয়। কিন্তু ঘুণাক্ষরেও বনকর্মীরা বুঝতে পারেননি যে তাদের সমানে বড় বিপদ অপেক্ষা করছে। দলবল নিয়ে বনকর্মীরা শূকর ধরতে গেলেই ঘটে বিপত্তি। একটি শূকর তেড়ে এসে বনকর্মীদের একজনকে মাটিতে ফেলে কামড়াতে থাকে।

এ সময় অন্যরা তাকে বাঁচানোর জন্য লাঠিসোঁটা নিয়ে ওই শূকরটির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং বেদমভাবে পেটাতে থাকে। কিন্তু এরপরও শূকরটি পালিয়ে না গিয়ে ওই ব্যক্তিকে কামড়াতে থাকে। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বাদুয়ান জেলায়। 

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই রীতিমতো তা ভাইরাল হয়ে যায়। এতে দেখা গেছে, বনকর্মীরা একটি শূকরকে বেদম পেটাচ্ছে। এ সময় আরেকজন বনকর্মী শূকরের কামড় থেকে বাঁচার জন্য প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন। এক পর্যায়ে শূকরটি বনকর্মীকে ছেড়ে পালিয়ে যায়। 

এদিকে সহকর্মীকে ফেলে পালিয়ে না গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করায় বনকর্মীদের প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, তাদের এ ধরনের সাহসিকতা সত্যিই প্রশংসার দাবি রাখে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow