শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার চেষ্টাকালে গ্রেফতার ৯

জুলাই-আগস্ট গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার চেষ্টাকালে ফেনীতে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ফেনী মডেল থানার কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুজ্জামান সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাইফুল ইসলাম জানান, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিমের পক্ষে সোনাগাজী উপজেলার দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাজুর অর্থায়নে কয়েকজন লালপোল এলাকায় যানবাহনে আগুন দেয়ার চেষ্টা করে। এসময় আবদুল্লাহ আল মাসুম ও রাজু নামে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের থেকে কেরোসিন, পেট্রোল, গ্যাসলাইটার জব্দ করা হয়। অন্যদিকে বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টাকালে রফিকুল ইসলাম (২১), মোহাম্মদ নাহিদ (২২), মোহাম্মদ আশরাফুল হক (২১), ফারদিন ইসলাম (১৮), মোহাম্মদ জিসান (১৯), মো. সোহেল (১৮), সিয়াম (১৮) সহ নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৭ কর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিশেষ ক্ষমতা আইনে মামলা ও বি

শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার চেষ্টাকালে গ্রেফতার ৯

জুলাই-আগস্ট গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার চেষ্টাকালে ফেনীতে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ফেনী মডেল থানার কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুজ্জামান সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাইফুল ইসলাম জানান, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিমের পক্ষে সোনাগাজী উপজেলার দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাজুর অর্থায়নে কয়েকজন লালপোল এলাকায় যানবাহনে আগুন দেয়ার চেষ্টা করে। এসময় আবদুল্লাহ আল মাসুম ও রাজু নামে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের থেকে কেরোসিন, পেট্রোল, গ্যাসলাইটার জব্দ করা হয়।

অন্যদিকে বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টাকালে রফিকুল ইসলাম (২১), মোহাম্মদ নাহিদ (২২), মোহাম্মদ আশরাফুল হক (২১), ফারদিন ইসলাম (১৮), মোহাম্মদ জিসান (১৯), মো. সোহেল (১৮), সিয়াম (১৮) সহ নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৭ কর্মীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিশেষ ক্ষমতা আইনে মামলা ও বিভিন্ন মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow