শেরপুরে কবিসংঘ বাংলাদেশ'র সাহিত্যালাপ অনুষ্ঠিত

কবিসংঘ বাংলাদেশ'র মাসিক সাহিত্যালাপ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে শেরপুর টাউনের বটতলাস্থ শ্যামলবাংলা২৪ডটকম কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিসংঘ বাংলাদেশ'র ভারপ্রাপ্ত সভাপতি কবি, গীতিকার ও সাংবাদিক রফিকুল ইসলাম আধার। আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন কবিসংঘ বাংলাদেশ'র সিনিয়র সহ-সভাপতি কবি আরিফ হাসান, সাধারণ সম্পাদক কবি ড.আবদুল আলীম তালুকদার, কবি হাদিউল ইসলাম, কবি ও গবেষক জ্যোতি পোদ্দার, কবি নূরুল ইসলাম মনি, কবি আইরীন আহমেদ লিজা, কবি হাফিজুর রহমান লাভলু, কবি মোহাম্মদ রবিউল আলম, কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, কবি আজাদ সরকার, কবি কামরুজ্জামান বাদল, কবি কালাম বিন আব্দুর রশিদ, কবি জামাল শেখ, কবি মাছুদুল আলম সরকার, কবি হামিদা ইয়াসমিন, কবি শাহীন খান, কবি মইনুল হোসেন প্লাবন প্রমুখ। অনুষ্ঠানে কবিসংঘ বাংলাদেশ'র মাসিক ভাঁজপত্র 'অরিত্র'র হেমন্ত সংখ্যা (দ্বিতীয় সংখ্যা)'র মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি ও শিশুসাহিত্যিক মোস্তাফিজুল হক।

শেরপুরে কবিসংঘ বাংলাদেশ'র সাহিত্যালাপ অনুষ্ঠিত

কবিসংঘ বাংলাদেশ'র মাসিক সাহিত্যালাপ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে শেরপুর টাউনের বটতলাস্থ শ্যামলবাংলা২৪ডটকম কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিসংঘ বাংলাদেশ'র ভারপ্রাপ্ত সভাপতি কবি, গীতিকার ও সাংবাদিক রফিকুল ইসলাম আধার।

আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন কবিসংঘ বাংলাদেশ'র সিনিয়র সহ-সভাপতি কবি আরিফ হাসান, সাধারণ সম্পাদক কবি ড.আবদুল আলীম তালুকদার, কবি হাদিউল ইসলাম, কবি ও গবেষক জ্যোতি পোদ্দার, কবি নূরুল ইসলাম মনি, কবি আইরীন আহমেদ লিজা, কবি হাফিজুর রহমান লাভলু, কবি মোহাম্মদ রবিউল আলম, কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, কবি আজাদ সরকার, কবি কামরুজ্জামান বাদল, কবি কালাম বিন আব্দুর রশিদ, কবি জামাল শেখ, কবি মাছুদুল আলম সরকার, কবি হামিদা ইয়াসমিন, কবি শাহীন খান, কবি মইনুল হোসেন প্লাবন প্রমুখ।

অনুষ্ঠানে কবিসংঘ বাংলাদেশ'র মাসিক ভাঁজপত্র 'অরিত্র'র হেমন্ত সংখ্যা (দ্বিতীয় সংখ্যা)'র মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি ও শিশুসাহিত্যিক মোস্তাফিজুল হক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow