শেরপুরে বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জামসহ ২ মাদক ব্যবসায়ী আটক
বগুড়ার শেরপুর উপজেলায় মাদক নির্মূল ও অপরাধ দমনে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) শেরপুর সেনা ক্যাম্পের মেজর শাহরুখের নেতৃত্বে একটি বিশেষ টহল দল উপজেলার রামচন্দ্রপুর পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদক ব্যবসায়ীদের ডেরা থেকে ১২ বোতল দেশীয় মদ এবং মদ বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুত রাখা প্রায় ২ হাজারটি নতুন খালি বোতল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন-সঞ্চর বাম্বার এর ছেলে রাজিব বাস্পর এবং মৃত লাহিড়ী বাম্পার এর ছেলে হৃদয় বাস্পর। তারা উভয়েই শেরপুর উপজেলার রামচন্দ্রপুর পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও সরঞ্জামসহ আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সেনা ক্যাম্প সূত্রে জানানো হয়েছে।
বগুড়ার শেরপুর উপজেলায় মাদক নির্মূল ও অপরাধ দমনে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) শেরপুর সেনা ক্যাম্পের মেজর শাহরুখের নেতৃত্বে একটি বিশেষ টহল দল উপজেলার রামচন্দ্রপুর পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদক ব্যবসায়ীদের ডেরা থেকে ১২ বোতল দেশীয় মদ এবং মদ বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুত রাখা প্রায় ২ হাজারটি নতুন খালি বোতল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন-সঞ্চর বাম্বার এর ছেলে রাজিব বাস্পর এবং মৃত লাহিড়ী বাম্পার এর ছেলে হৃদয় বাস্পর। তারা উভয়েই শেরপুর উপজেলার রামচন্দ্রপুর পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও সরঞ্জামসহ আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সেনা ক্যাম্প সূত্রে জানানো হয়েছে।
What's Your Reaction?